Ajker Patrika

মিথ্যা মামলার অভিযোগে গ্রামবাসীর বিক্ষোভ

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১২: ৩১
মিথ্যা মামলার অভিযোগে  গ্রামবাসীর বিক্ষোভ

মিথ্যা মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের সিংজুরী গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। এতে গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

এ সময় ওই গ্রামের দুলাল মিয়া ও তাঁর ভগ্নিপতি শুকুর আলীর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। মানববন্ধনে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র সরকার, ইউপি সদস্য নাজিম উদ্দিন, সাবেক সদস্য শামছুল আলম ও যুবলীগ নেতা ছানোয়ার হোসেন।

মানববন্ধনে অংশ নেওয়া সিংজুরী গ্রামের বাসিন্দারা জানান, সিংজুরী গ্রামের দুলাল মিয়া ও তাঁর ভগ্নিপতি মেছের মিয়া ও ছেলে শুকুর আলী গ্রামের প্রায় অর্ধশতাধিক বাসিন্দার নামে ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। এ ছাড়া তাঁরা সংখ্যালঘু পরিবারের জমি দখলসহ নানাভাবে হয়রানি করে থাকেন।

মানববন্ধন থেকে অভিযোগ করে বলা হয়, ‘পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) কর্মরত দুলাল কথায় কথায় গ্রামবাসীকে মন্ত্রী-এমপির ভয় দেখান। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বললেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকেন। ইতিমধ্যে অর্ধশতাধিক গ্রামবাসীর নামে ডাকাতি, লুট ও চুরিসহ নানা অভিযোগ এনে দুলাল মিয়া ও মেছের মিয়া হয়রানি মূলক মামলা করেছেন। এ ছাড়া সামাজিকভাবে বৈঠক করায় ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও সদস্য নাজিম উদ্দিনের নামেও মিথ্যা মামলা দিয়েছেন তাঁরা।’

চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, সিংজুরী গ্রামের রতন বিশ্বাস পরিষদে জমির সীমানা পরিমাপের বিষয়ে আবেদন করেন। নিয়মতান্ত্রিক উপায়ে জমি পরিমাপ করে দেওয়ায় তাঁর ও এক সদস্যের নামে মেছের আলী চুরির মামলা দিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে দুলাল মিয়া বলেন, গ্রামের কিছু লোকজন মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। তাঁর ভগ্নিপতি মেছের মিয়ার সঙ্গে রতন বিশ্বাসের জমি নিয়ে বিরোধ আছে। এই বিষয়ে আদালতে মামলা রয়েছে।

ইউপি চেয়ারম্যান ও সদস্যের নামে চুরির মামলা দেওয়ার বিষয়ে মেছের আলী বলেন, জমি সংক্রান্ত বিষয়ে চার থেকে পাঁচটি মামলায় অর্ধশতাধিক জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া নানা কারণে ৪৮ জনের নামে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত