সম্মিলিত নাট্য পরিষদ সিলেট শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, উন্নত সেবা নিশ্চিত না করে এ ধরনের বিল বাড়ানো যৌক্তিক নয়। এখন মানুষ নিত্যদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। সেখানে সিসিক কর্তৃপক্ষ পানির বিল বাড়িয়ে মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে দিয়েছেন। মানুষজন বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। এ সময় বিভিন্ন কারণে যদি বিল বাড়াতে হয়, তবে বিল কত শতাংশ বাড়ালে নাগরিকদের ভোগান্তি হবে না, সে ব্যাপারে তাঁদের নজর রাখা উচিত ছিল।
সুক উদ্দিন আহমেদ বলেন, ‘নাগরিক সেবার প্রথম ধাপ হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ করা, যা সিসিকের দায়িত্ব। করোনাকালে পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক। আমরা দলীয়ভাবেও এ ব্যাপারে বিবৃতি দিয়েছি।’ মাসুক উদ্দিন আরও বলেন, ‘আপনি জনপ্রতিনিধি হলে আপনাকে জনগণের সুবিধা ও অসুবিধা চিন্তা করতে হবে। এই অতিমারিতে মানুষের আয় কমেছে, বিষয়টা সবাই জানেন। তাই মেয়রের প্রতি আহ্বান জানাচ্ছি, মানবিক দিক চিন্তা করে হলেও পানির বিল কমান।’
ফারুক মাহমুদ চৌধুরী বলেন, এই করোনাকালে মানুষের আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। এখন পানির বিল বাড়ানো সম্পূর্ণ অমানবিক। উৎপাদন ব্যয়সহ বিভিন্ন কারণে বিল বাড়তে পারে, কিন্তু সেটা এক লাফে দ্বিগুণ হতে পারে না। যদি দাম বাড়াতেই হয়, তাহলে ৫ থেকে ১০ শতাংশ বাড়ানো যেতে পারে। না হলে বর্তমান পরিস্থিতিতে এই পানির বিল বাড়ানোটা নাগরিকদের ওপর জুলুম হয়ে যাবে। দাম না বাড়িয়ে গ্রাহকদের কাছ বকেয়া টাকা উত্তোলন করার উদ্যোগ নিলে ভালো হতো।
সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘কারণ এই করোনা অতিমারির প্রভাব প্রায় সব শ্রেণি পেশার মানুষের ওপর পড়েছে। এই সময় পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত জনদুর্ভোগ বাড়াবে। যেহেতু তিনি জনগণের ভোটে নির্বাচিত মেয়র, তাই জনগণের দুর্ভোগ হয় এ ধরনের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। আমি আশা করি তিনি জনগণের মতামতকে প্রাধান্য দেবেন। জনগণের মতামতের ভিত্তিতে পানির বিল সহনীয় পর্যায়ে আনতে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন।’
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, উন্নত সেবা নিশ্চিত না করে এ ধরনের বিল বাড়ানো যৌক্তিক নয়। এখন মানুষ নিত্যদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। সেখানে সিসিক কর্তৃপক্ষ পানির বিল বাড়িয়ে মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে দিয়েছেন। মানুষজন বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। এ সময় বিভিন্ন কারণে যদি বিল বাড়াতে হয়, তবে বিল কত শতাংশ বাড়ালে নাগরিকদের ভোগান্তি হবে না, সে ব্যাপারে তাঁদের নজর রাখা উচিত ছিল।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, উন্নত সেবা নিশ্চিত না করে এ ধরনের বিল বাড়ানো যৌক্তিক নয়। এখন মানুষ নিত্যদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। সেখানে সিসিক কর্তৃপক্ষ পানির বিল বাড়িয়ে মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে দিয়েছেন। মানুষজন বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। এ সময় বিভিন্ন কারণে যদি বিল বাড়াতে হয়, তবে বিল কত শতাংশ বাড়ালে নাগরিকদের ভোগান্তি হবে না, সে ব্যাপারে তাঁদের নজর রাখা উচিত ছিল।
সুক উদ্দিন আহমেদ বলেন, ‘নাগরিক সেবার প্রথম ধাপ হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ করা, যা সিসিকের দায়িত্ব। করোনাকালে পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও অমানবিক। আমরা দলীয়ভাবেও এ ব্যাপারে বিবৃতি দিয়েছি।’ মাসুক উদ্দিন আরও বলেন, ‘আপনি জনপ্রতিনিধি হলে আপনাকে জনগণের সুবিধা ও অসুবিধা চিন্তা করতে হবে। এই অতিমারিতে মানুষের আয় কমেছে, বিষয়টা সবাই জানেন। তাই মেয়রের প্রতি আহ্বান জানাচ্ছি, মানবিক দিক চিন্তা করে হলেও পানির বিল কমান।’
ফারুক মাহমুদ চৌধুরী বলেন, এই করোনাকালে মানুষের আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। এখন পানির বিল বাড়ানো সম্পূর্ণ অমানবিক। উৎপাদন ব্যয়সহ বিভিন্ন কারণে বিল বাড়তে পারে, কিন্তু সেটা এক লাফে দ্বিগুণ হতে পারে না। যদি দাম বাড়াতেই হয়, তাহলে ৫ থেকে ১০ শতাংশ বাড়ানো যেতে পারে। না হলে বর্তমান পরিস্থিতিতে এই পানির বিল বাড়ানোটা নাগরিকদের ওপর জুলুম হয়ে যাবে। দাম না বাড়িয়ে গ্রাহকদের কাছ বকেয়া টাকা উত্তোলন করার উদ্যোগ নিলে ভালো হতো।
সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, ‘কারণ এই করোনা অতিমারির প্রভাব প্রায় সব শ্রেণি পেশার মানুষের ওপর পড়েছে। এই সময় পানির বিল বাড়ানোর সিদ্ধান্ত জনদুর্ভোগ বাড়াবে। যেহেতু তিনি জনগণের ভোটে নির্বাচিত মেয়র, তাই জনগণের দুর্ভোগ হয় এ ধরনের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না। আমি আশা করি তিনি জনগণের মতামতকে প্রাধান্য দেবেন। জনগণের মতামতের ভিত্তিতে পানির বিল সহনীয় পর্যায়ে আনতে তিনি দ্রুত পদক্ষেপ নেবেন।’
সম্মিলিত নাট্য পরিষদ সিলেট শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বলেন, উন্নত সেবা নিশ্চিত না করে এ ধরনের বিল বাড়ানো যৌক্তিক নয়। এখন মানুষ নিত্যদিনের প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন। সেখানে সিসিক কর্তৃপক্ষ পানির বিল বাড়িয়ে মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছে দিয়েছেন। মানুষজন বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। এ সময় বিভিন্ন কারণে যদি বিল বাড়াতে হয়, তবে বিল কত শতাংশ বাড়ালে নাগরিকদের ভোগান্তি হবে না, সে ব্যাপারে তাঁদের নজর রাখা উচিত ছিল।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪