Ajker Patrika

নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৮
নির্বাচনী সহিংসতায় আহত যুবকের মৃত্যু

ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত এক যুবক মারা গেছেন। পাভেল মিয়া নামের ওই যুবক বড়হিত ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নূরুল আমিনের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনে বড়হিত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন টিউবওয়েল প্রতীক নিয়ে মো. মতিউর রহমান বাচ্চু ও মোরগ প্রতীক নিয়ে মোহাম্মদ আলী। নির্বাচনে বিজয়ী হন মোহাম্মদ আলী।

আরও জানা গেছে, নির্বাচনের পরদিন মঙ্গলবার সকালে বিজয়ী প্রার্থীর কয়েকজন সমর্থকের সঙ্গে পরাজিত প্রার্থীর সমর্থক নূরুল আমিনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়ালে আহত হন নূরুল আমিন ও তাঁর ছেলে পাভেল।

ওই ঘটনায় মাথায় আঘাত পেলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।

এদিকে ঘটনার পর থেকে বিজয়ী প্রার্থীর অভিযুক্ত সমর্থক ও তাঁদের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। ফলে তাঁদের বাড়ি গিয়েও বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য দিতে রাজি নই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকটি ইউপিতে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি প্রাণও ঝরে গেল।’ আর কোনো প্রার্থীর কর্মী-সমর্থকেরা যেন সহিংসতায় না জড়ায় সে জন্য তিনি বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া সহিংসতা প্রশাসন তৎপর রয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত