টাকা ও মোবাইল উদ্ধার মালিককে হস্তান্তর

ডুমুরিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০৬: ৪৫
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৫: ১৬

ডুমুরিয়া থানা-পুলিশের উদ্যোগে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভুলক্রমে বিভিন্ন বিকাশ নম্বরে পাঠানো টাকা এবং বিভিন্ন সময়ে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গত বুধবার উদ্ধার হওয়া টাকা এবং ওই সব মোবাইল ফোন স্ব-স্ব মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ইবি থানা এলাকার আক্তার বানু নামের এক নারী ভুলক্রমে ডুমুরিয়ার এক ব্যক্তির বিকাশ নম্বরে ১৯ হাজার টাকা ভুলক্রমে পাঠিয়ে দেন। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অবস্থান চিহ্নিত করে ডুমুরিয়া থানা-পুলিশের সহায়তায় টাকাগুলো উদ্ধার করে ওই নারীর কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে থানার বিভিন্ন এলাকা থেকে একাধিক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন চুরি হয় ও হারিয়ে যায়। ওই মোবাইল ফোনগুলো উদ্ধারের জন্য মালিকেরা পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সে অনুযায়ী মোবাইল ফোনের আইএমইআই নম্বরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাথমিকভাবে লোকেশন নির্ধারণ করা হয়। এরপর ব্যবহারকারী ব্যক্তিকে শনাক্ত করে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তি মাধ্যমে বিভিন্ন সময়ে চুরি হয়ে যাওয়া এবং হারিয়ে যাওয়া ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া ভুল করে অন্যের বিকাশ নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত