মাদারীপুর প্রতিনিধি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণায় মাদারীপুরে পেট্রলপাম্পগুলোতে ভিড় বাড়ে মোটরসাইকেলসহ তেলচালিত অন্যান্য যানবাহনের চালকের। গতকাল শনিবার প্রথম প্রহর থেকে পেট্রলপাম্পগুলোতে যানবাহনের চালকেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে নতুন দাম কার্যকর হলে গতকাল থেকে তেল বিক্রি কমেছে।
এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর ইউসুফ ফিলিং স্টেশন, সার্বিক ফিলিং স্টেশন, আড়িয়াল খাঁ ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি পাম্পে মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড়। মোটরসাইকেল ছাড়াও প্রাইভেট কার ও মাইক্রোবাসগুলোর ভিড় দেখা যায়। জেলার পাম্পগুলোয় মোটরসাইকেলের ভিড় বেশি থাকায় প্রথমে আগের দামে ২০০ টাকার পেট্রল, অকটেন দিলেও পরে চাপ বাড়তে থাকায় ১০০ টাকার তেল দেন পেট্রলপাম্পের মালিকেরা। আর মাইক্রোবাস ও প্রাইভেট কারে দেওয়া হয় ৫০০ টাকার তেল। রাত সাড়ে ১২টার পর থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হলে পাম্পগুলোয় ধীরে ধীরে ভিড় কমতে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। এতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪, পেট্রলের ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
গতকাল সকালে মাদারীপুর শহরের ইউসুফ ফিলিং স্টেশনে তেল কিনতে আসা সিরাজ ব্যাপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে হুটহাট করে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। কোনো কিছুর নিয়ন্ত্রণ নেই। একবার কিছুর দাম বাড়ানো হলে সেটা আর কমে না। এখন যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, তাতে আমাদের মতো সাধারণ মানুষের যে কী হাল হবে, তা চিন্তা করতেই ভয় হচ্ছে।’
বাইকচালক আনোয়ার হোসেন বলেন, ‘এভাবে তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। আগে আমরা ১০০ টাকার তেলে ৬০ থেকে ৭০ কিলোমিটার চালাতে পারতাম। এখন ১০০ টাকার তেল কিনলে ৪০ কিলোমিটারও চালাতে পারব না। আমাদের তো আয় বাড়েনি।’
আরেক বাইকার মেহেদী হাসান বলেন, ‘এখন আর বাইক চালানো যাবে না। ভাবছি বাইক বিক্রি করে বাইসাইকেল কিনব। এক লাফে তেলের দাম এভাবে বাড়ানো অযৌক্তিক। সরকার আমাদের নিয়ে কিছুই ভাবে না। আমাদের পথে বসাতে চাচ্ছে।’
ভাড়ায় চালিত মাইক্রোবাসের চালক হাবিব মুন্সি বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে এখন ভাড়া বাড়বে। বেশি ভাড়া হলে গাড়িতে যাত্রীও কম ওঠে। এক লাফে তেলের দাম এভাবে বাড়ানো ঠিক হয়নি। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। শনিবার সকালে কোনো ট্রিপ পাইনি। অন্যদিন সকালের মধ্যেই কোনো না কোনো ট্রিপ পাই। এভাবে চললে আমাদের না খেয়ে থাকতে হবে।’
মাদারীপুর ইউসুফ ফিলিং স্টেশনের মালিক মো. ইউসুফ মোল্লা বলেন, ‘আমাদের পাম্পগুলোতে মাত্র দুদিনের তেল মজুত রাখা হয়। মজুত রাখা সব তেল প্রায় শেষের দিকে। অন্য দিনের তুলনায় শনিবার তেল কম বিক্রি হয়েছে। আমাদের কিছুই করার নেই।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণায় মাদারীপুরে পেট্রলপাম্পগুলোতে ভিড় বাড়ে মোটরসাইকেলসহ তেলচালিত অন্যান্য যানবাহনের চালকের। গতকাল শনিবার প্রথম প্রহর থেকে পেট্রলপাম্পগুলোতে যানবাহনের চালকেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে নতুন দাম কার্যকর হলে গতকাল থেকে তেল বিক্রি কমেছে।
এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর ইউসুফ ফিলিং স্টেশন, সার্বিক ফিলিং স্টেশন, আড়িয়াল খাঁ ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি পাম্পে মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড়। মোটরসাইকেল ছাড়াও প্রাইভেট কার ও মাইক্রোবাসগুলোর ভিড় দেখা যায়। জেলার পাম্পগুলোয় মোটরসাইকেলের ভিড় বেশি থাকায় প্রথমে আগের দামে ২০০ টাকার পেট্রল, অকটেন দিলেও পরে চাপ বাড়তে থাকায় ১০০ টাকার তেল দেন পেট্রলপাম্পের মালিকেরা। আর মাইক্রোবাস ও প্রাইভেট কারে দেওয়া হয় ৫০০ টাকার তেল। রাত সাড়ে ১২টার পর থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হলে পাম্পগুলোয় ধীরে ধীরে ভিড় কমতে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। এতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪, পেট্রলের ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
গতকাল সকালে মাদারীপুর শহরের ইউসুফ ফিলিং স্টেশনে তেল কিনতে আসা সিরাজ ব্যাপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে হুটহাট করে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। কোনো কিছুর নিয়ন্ত্রণ নেই। একবার কিছুর দাম বাড়ানো হলে সেটা আর কমে না। এখন যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, তাতে আমাদের মতো সাধারণ মানুষের যে কী হাল হবে, তা চিন্তা করতেই ভয় হচ্ছে।’
বাইকচালক আনোয়ার হোসেন বলেন, ‘এভাবে তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। আগে আমরা ১০০ টাকার তেলে ৬০ থেকে ৭০ কিলোমিটার চালাতে পারতাম। এখন ১০০ টাকার তেল কিনলে ৪০ কিলোমিটারও চালাতে পারব না। আমাদের তো আয় বাড়েনি।’
আরেক বাইকার মেহেদী হাসান বলেন, ‘এখন আর বাইক চালানো যাবে না। ভাবছি বাইক বিক্রি করে বাইসাইকেল কিনব। এক লাফে তেলের দাম এভাবে বাড়ানো অযৌক্তিক। সরকার আমাদের নিয়ে কিছুই ভাবে না। আমাদের পথে বসাতে চাচ্ছে।’
ভাড়ায় চালিত মাইক্রোবাসের চালক হাবিব মুন্সি বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে এখন ভাড়া বাড়বে। বেশি ভাড়া হলে গাড়িতে যাত্রীও কম ওঠে। এক লাফে তেলের দাম এভাবে বাড়ানো ঠিক হয়নি। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। শনিবার সকালে কোনো ট্রিপ পাইনি। অন্যদিন সকালের মধ্যেই কোনো না কোনো ট্রিপ পাই। এভাবে চললে আমাদের না খেয়ে থাকতে হবে।’
মাদারীপুর ইউসুফ ফিলিং স্টেশনের মালিক মো. ইউসুফ মোল্লা বলেন, ‘আমাদের পাম্পগুলোতে মাত্র দুদিনের তেল মজুত রাখা হয়। মজুত রাখা সব তেল প্রায় শেষের দিকে। অন্য দিনের তুলনায় শনিবার তেল কম বিক্রি হয়েছে। আমাদের কিছুই করার নেই।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে