Ajker Patrika

নাম পরিবর্তন কেবল পাত্র পরিবর্তনের মতো

জ্যোতির্ময় বড়ুয়া, আইনজীবী
নাম পরিবর্তন কেবল পাত্র পরিবর্তনের মতো

ডিজিটাল নিরাপত্তা আইনটি (ডিএসএ) এতটাই নিপীড়ন ও নিবর্তনমূলক আইন যে এটা করাই হয়েছে মানুষকে হয়রানি করার জন্য। এটা সরকার পরিবর্তন করছে, আগের আইন বাতিল নয়।

পরিবর্তন হলেও ডিএসএর ২৮, ২৯, ৩০, ৩১ ও ৩২ ধারা থাকছেই। ২৮ ধারায় সাজা কমানো হয়েছে। ২৯ ধারায় মানহানির জন্য কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ড  করা হয়েছে। ৩১ ধারায় কারাদণ্ড ৭ বছর থেকে ৫ বছর করা হয়েছে। ৩২ ধারায়ও সাজার পরিবর্তন আনা হয়েছে।

আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা বিলোপ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রতিস্থাপন করা হয়েছিল। এখন নাম পরিবর্তন করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। ধারা বহাল রেখে নাম পরিবর্তন কেবল পাত্র পরিবর্তন করার মতো। এটা হলে যারা ভুক্তভোগী সাধারণ নাগরিক, তারা কোনোভাবে উপকৃত হবে না।

আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেছিলাম। এখন নতুন আইন করার আগে অংশীজনদের মতামত নেওয়া উচিত।নাগরিকদের প্রয়োজনে আইন হলে নিজেরা টেবিল ওয়ার্ক করে সচিবদের দিয়ে কেন? পাস করার আগে খসড়া প্রকাশ করে সবার মতামত নেওয়া উচিত। আইন তো নাগরিকদের প্রয়োজনে। মনে হচ্ছে, সরকার তার প্রয়োজনে আইন পাস করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত