পুষ্টিবিদ নাহিদা আহমেদ
শীতে বারবিকিউ হবে তা যেন ভাবাই যায় না। বর্তমানে মাংস ও সবজি গ্রিল করার জন্য নানা রকম আধুনিক যন্ত্র পাওয়া যায়। কিন্তু গ্রিল করা মাংস ও সবজি খেতে সুস্বাদু হলেও কতটা স্বাস্থ্যকর তা নিয়েও প্রশ্ন রয়েছে।
যখন খাবার ডুবো তেলে ভাজা হয়, তখন তা যথেষ্ট পরিমাণে চর্বি শোষণ করে। এমনকি খাবারটি কম চর্বিযুক্ত হলেও ডুবো তেলে ভাজার পরে এটি অতিরিক্ত তেল শোষণ করে। ফলে এ ধরনের খাবার খাওয়ার পর রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ে, যা স্বাস্থ্যের পক্ষে ঝুঁকি হয়ে দাঁড়ায়। ধমনিগুলো সময়ের সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে যেতে পারে, যা রক্তপ্রবাহকে বাধা দেওয়া ও রক্তচাপ বাড়ার কারণ। উচ্চ কোলেস্টেরলের মাত্রা স্ট্রোক, কার্ডিওভাসকুলার রোগ ও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
ডুবো তেলে ভাজা খাবার থেকে বেশি ক্যালরি গ্রহণের ফলে ওজন বেড়ে যায়। উত্তপ্ত তেলের উচ্চ তাপমাত্রার কারণে শাকসবজির মতো খাবার ভাজা হলে তাদের আর্দ্রতা এবং সহজেই দ্রবীভূত ভিটামিন হারায়। যখন গ্রিলিং বনাম আপনার প্রিয় খাবার ডুবো তেলে ভাজার কথা আসে, তখন গ্রিলি করা খাবার অনেক কারণেই ডুবো তেলে ভাজা খাবারের চেয়ে স্বাস্থ্যকর। আগুনে রান্না বা ঝলসানো বা গ্রিল মাংস যে সুস্বাদু, তা নিয়ে কোনো বিতর্ক নেই।
বলে রাখা ভালো, গ্রিল করা মাংস, মুরগি ও মাছ তাদের রান্না করা অন্য আইটেমগুলোর তুলনায় কম ক্যালরি এবং চর্বিযুক্ত থাকে। তবে আগুনে যখন মাংস-চর্বিসহ ঝলসানো হয়, তখন মাংস থেকে যে রস বের হয়, তা আগুনের মধ্যে পড়লে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচএস) তৈরি করে। এই পিএএইচএস আগুনে পুড়ে যে ধোঁয়া তৈরি করে, তা মাংসের গায়ে লেগে যায়। এগুলো আপনার ডিএনএর ক্ষতি করে। প্রক্রিয়াজাত মাংসও ডিএনএর ক্ষতির কারণ হতে পারে, যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। সপ্তাহে দুই থেকে তিনবার যদি ঝলসানো মাংস খান, তবে তা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
টিনের ফয়েলে মাংস গ্রিল করলে এবং ভেষজ ও মসলা দিয়ে মেরিনেট করলে সম্ভাব্য কার্সিনোজেন কম তৈরি হতে পারে। ঝলসানো বা গ্রিল করা মাংস একেবারে বাদ না দিলেও চলবে। তবে খাওয়ার পরিমাণ যেন বেশি না হয়।
পুষ্টিবিদ নাহিদা আহমেদ, গুলশান ডায়াবেটিক কেয়ার, ঢাকা
শীতে বারবিকিউ হবে তা যেন ভাবাই যায় না। বর্তমানে মাংস ও সবজি গ্রিল করার জন্য নানা রকম আধুনিক যন্ত্র পাওয়া যায়। কিন্তু গ্রিল করা মাংস ও সবজি খেতে সুস্বাদু হলেও কতটা স্বাস্থ্যকর তা নিয়েও প্রশ্ন রয়েছে।
যখন খাবার ডুবো তেলে ভাজা হয়, তখন তা যথেষ্ট পরিমাণে চর্বি শোষণ করে। এমনকি খাবারটি কম চর্বিযুক্ত হলেও ডুবো তেলে ভাজার পরে এটি অতিরিক্ত তেল শোষণ করে। ফলে এ ধরনের খাবার খাওয়ার পর রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ে, যা স্বাস্থ্যের পক্ষে ঝুঁকি হয়ে দাঁড়ায়। ধমনিগুলো সময়ের সঙ্গে সঙ্গে সংকুচিত হয়ে যেতে পারে, যা রক্তপ্রবাহকে বাধা দেওয়া ও রক্তচাপ বাড়ার কারণ। উচ্চ কোলেস্টেরলের মাত্রা স্ট্রোক, কার্ডিওভাসকুলার রোগ ও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়।
ডুবো তেলে ভাজা খাবার থেকে বেশি ক্যালরি গ্রহণের ফলে ওজন বেড়ে যায়। উত্তপ্ত তেলের উচ্চ তাপমাত্রার কারণে শাকসবজির মতো খাবার ভাজা হলে তাদের আর্দ্রতা এবং সহজেই দ্রবীভূত ভিটামিন হারায়। যখন গ্রিলিং বনাম আপনার প্রিয় খাবার ডুবো তেলে ভাজার কথা আসে, তখন গ্রিলি করা খাবার অনেক কারণেই ডুবো তেলে ভাজা খাবারের চেয়ে স্বাস্থ্যকর। আগুনে রান্না বা ঝলসানো বা গ্রিল মাংস যে সুস্বাদু, তা নিয়ে কোনো বিতর্ক নেই।
বলে রাখা ভালো, গ্রিল করা মাংস, মুরগি ও মাছ তাদের রান্না করা অন্য আইটেমগুলোর তুলনায় কম ক্যালরি এবং চর্বিযুক্ত থাকে। তবে আগুনে যখন মাংস-চর্বিসহ ঝলসানো হয়, তখন মাংস থেকে যে রস বের হয়, তা আগুনের মধ্যে পড়লে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচএস) তৈরি করে। এই পিএএইচএস আগুনে পুড়ে যে ধোঁয়া তৈরি করে, তা মাংসের গায়ে লেগে যায়। এগুলো আপনার ডিএনএর ক্ষতি করে। প্রক্রিয়াজাত মাংসও ডিএনএর ক্ষতির কারণ হতে পারে, যা ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। সপ্তাহে দুই থেকে তিনবার যদি ঝলসানো মাংস খান, তবে তা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
টিনের ফয়েলে মাংস গ্রিল করলে এবং ভেষজ ও মসলা দিয়ে মেরিনেট করলে সম্ভাব্য কার্সিনোজেন কম তৈরি হতে পারে। ঝলসানো বা গ্রিল করা মাংস একেবারে বাদ না দিলেও চলবে। তবে খাওয়ার পরিমাণ যেন বেশি না হয়।
পুষ্টিবিদ নাহিদা আহমেদ, গুলশান ডায়াবেটিক কেয়ার, ঢাকা
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
১ ঘণ্টা আগেএকদিন ভোরবেলা জাকারবার্গ লক্ষ করলেন যে পৃথিবীতে একটা ছোট্ট দেশে তাঁর সবচেয়ে বেশি ব্যবসা হচ্ছে। সামনের ফ্লোরটায় দেখলেন দেশটা ছোট বটে, কিন্তু জনসংখ্যা বেশি। আর এই দেশের জনসংখ্যার মধ্যে প্রায় অর্ধেক মানুষ ফেসবুক ব্যবহার করে। ফেসবুকে দেখতে পেলেন অসংখ্য বার্তা—সবই রাজনৈতিক এবং ছবিতে এ বিষয়ে বিপুল জনগণের
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৩ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ওই সংগঠনের বিরুদ্ধে অভিযোগ—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের নেতা-কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র হামলা পরিচালনা করে অসংখ্য আন্দোলনকারীকে হত্যা ও অনেকের জীবন বি
২ ঘণ্টা আগেইংরেজি সাহিত্যের অন্যতম রোমান্টিক কবি ছিলেন জন কিটস। কবিতা ছাড়া কিটস কোনো গদ্য লেখার চেষ্টা করেননি। তাঁর কাব্যজীবন ছিল মাত্র ছয় বছরের। অর্থাৎ উনিশ থেকে চব্বিশ বছর বয়স পর্যন্ত। মৃত্যুর মাত্র চার বছর আগে তাঁর কবিতাগুলো প্রকাশিত হয়। তৎকালীন সমালোচকদের দ্বারা কিটসের কবিতা খুব একটা আলোচিত হয়নি। তবে মৃত্য
২ ঘণ্টা আগে