বিনোদন প্রতিবেদক, ঢাকা
গতকাল প্রকাশিত হলো মাহফুজ আহমেদ ও অপি করিম অভিনীত ‘অদৃশ্য’ সিরিজের ট্রেলার। ২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারটিতে আভাস মিলল জমজমাট এক গল্পের। মাঝখানের কয়েকটা বছর মাহফুজ আহমেদ প্রায় অদৃশ্যই ছিলেন। খুব একটা দেখা মেলেনি অপি করিমেরও। এ বছর ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে সরব হয়েছেন মাহফুজ। অভিনয় করছেন টিভি, ওটিটিসহ প্রায় সব মাধ্যমে।
সঙ্গে পাচ্ছেন পুরোনো দিনের সহকর্মী-বন্ধুদের। আগামী ৫ অক্টোবর হইচইয়ে মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ ও অপি করিম অভিনীত শাফায়েত মনসুর রানা পরিচালিত ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। প্রায় পাঁচ বছর পর পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন মাহফুজ-অপি। শেষবার এ জুটিকে দেখা গেছে সাগর জাহানের ‘নীল গ্রহ’ নামের নাটকে।
গতকাল প্রকাশিত অদৃশ্যর ট্রেলারে দেখা গেল, বিজনেস আইকন আনিস (মাহফুজ) স্ত্রী রেজওয়ানার (অপি করিম) মতের বিরুদ্ধে রাজনীতিতে যোগ দেয়। গণজাগরণ পার্টি থেকে এমপি পদে নমিনেশন পাওয়ার পর পাল্টে যায় তার জীবন। হঠাৎ একদিন অপহরণ করা হয় আনিসকে। একটি বদ্ধ পরিত্যক্ত ঘরে নিজেকে আবিষ্কার করে আনিস।
অন্যদিকে, পরিচিত সব জায়গায় খোঁজার পরও সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়ে আনিসের পরিবার। হন্যে হয়ে স্বামীকে খুঁজতে থাকে রেজওয়ানা। ট্রেলারে এ ঘটনার ফাঁকে ফাঁকে ফুটে উঠেছে আনিসের পরিবার, স্ত্রী-সন্তান, লালসা, রাজনীতি ও ব্যবসায়িক জগতের সাফল্য-দ্বন্দ্ব ইত্যাদি। শেষ পর্যন্ত আনিস কি মুক্তি পাবে? আর কেই-বা তাকে অপহরণ করেছে—সব উত্তর পাওয়া যাবে সিরিজটি মুক্তি পাওয়ার পর।
সিরিজটি নিয়ে নির্মাতা শাফায়েত মনসুর রানা বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সাসপেন্স আর ড্রামার মিশ্রণে রোমাঞ্চকর একটি গল্প উপভোগ করবে দর্শক। আমাদের এই জার্নিতে দর্শকেরা নতুন অভিজ্ঞতার স্বাদ পাবে—এমনটাই আশা করছি।’ মাহফুজ আহমেদ বলেন, ‘দর্শক আমাকে একেবারেই নতুন রূপে দেখতে পাবে। এমন চরিত্রে আগে অভিনয় করিনি। গল্পটা বেঁচে থাকার লড়াইয়ের। এই লড়াইয়ে আমার আনিস চরিত্রটি নানা ধরনের বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে দর্শকদের। দারুণ একটা গল্প।’
অপি করিম বলেন, ‘অনেক দিন পর ওয়েব কনটেন্টে কাজ করলাম। সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা আছেন যাঁদের আমি খুব পছন্দ করি। রহস্যে ভরপুর গল্পের সিরিজটিতে কী ঘটতে চলেছে, ট্রেলারটি তার একটি ঝলক মাত্র।’ মাহফুজ-অপি ছাড়া এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা. তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, নিশাত প্রিয়ম প্রমুখ। প্রযোজনায় আলফা আই।
গতকাল প্রকাশিত হলো মাহফুজ আহমেদ ও অপি করিম অভিনীত ‘অদৃশ্য’ সিরিজের ট্রেলার। ২ মিনিট ১৫ সেকেন্ডের ট্রেলারটিতে আভাস মিলল জমজমাট এক গল্পের। মাঝখানের কয়েকটা বছর মাহফুজ আহমেদ প্রায় অদৃশ্যই ছিলেন। খুব একটা দেখা মেলেনি অপি করিমেরও। এ বছর ‘প্রহেলিকা’ সিনেমা দিয়ে সরব হয়েছেন মাহফুজ। অভিনয় করছেন টিভি, ওটিটিসহ প্রায় সব মাধ্যমে।
সঙ্গে পাচ্ছেন পুরোনো দিনের সহকর্মী-বন্ধুদের। আগামী ৫ অক্টোবর হইচইয়ে মুক্তি পাচ্ছে মাহফুজ আহমেদ ও অপি করিম অভিনীত শাফায়েত মনসুর রানা পরিচালিত ওয়েব সিরিজ ‘অদৃশ্য’। প্রায় পাঁচ বছর পর পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন মাহফুজ-অপি। শেষবার এ জুটিকে দেখা গেছে সাগর জাহানের ‘নীল গ্রহ’ নামের নাটকে।
গতকাল প্রকাশিত অদৃশ্যর ট্রেলারে দেখা গেল, বিজনেস আইকন আনিস (মাহফুজ) স্ত্রী রেজওয়ানার (অপি করিম) মতের বিরুদ্ধে রাজনীতিতে যোগ দেয়। গণজাগরণ পার্টি থেকে এমপি পদে নমিনেশন পাওয়ার পর পাল্টে যায় তার জীবন। হঠাৎ একদিন অপহরণ করা হয় আনিসকে। একটি বদ্ধ পরিত্যক্ত ঘরে নিজেকে আবিষ্কার করে আনিস।
অন্যদিকে, পরিচিত সব জায়গায় খোঁজার পরও সন্ধান না পেয়ে দুশ্চিন্তায় পড়ে আনিসের পরিবার। হন্যে হয়ে স্বামীকে খুঁজতে থাকে রেজওয়ানা। ট্রেলারে এ ঘটনার ফাঁকে ফাঁকে ফুটে উঠেছে আনিসের পরিবার, স্ত্রী-সন্তান, লালসা, রাজনীতি ও ব্যবসায়িক জগতের সাফল্য-দ্বন্দ্ব ইত্যাদি। শেষ পর্যন্ত আনিস কি মুক্তি পাবে? আর কেই-বা তাকে অপহরণ করেছে—সব উত্তর পাওয়া যাবে সিরিজটি মুক্তি পাওয়ার পর।
সিরিজটি নিয়ে নির্মাতা শাফায়েত মনসুর রানা বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। সাসপেন্স আর ড্রামার মিশ্রণে রোমাঞ্চকর একটি গল্প উপভোগ করবে দর্শক। আমাদের এই জার্নিতে দর্শকেরা নতুন অভিজ্ঞতার স্বাদ পাবে—এমনটাই আশা করছি।’ মাহফুজ আহমেদ বলেন, ‘দর্শক আমাকে একেবারেই নতুন রূপে দেখতে পাবে। এমন চরিত্রে আগে অভিনয় করিনি। গল্পটা বেঁচে থাকার লড়াইয়ের। এই লড়াইয়ে আমার আনিস চরিত্রটি নানা ধরনের বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে দর্শকদের। দারুণ একটা গল্প।’
অপি করিম বলেন, ‘অনেক দিন পর ওয়েব কনটেন্টে কাজ করলাম। সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা আছেন যাঁদের আমি খুব পছন্দ করি। রহস্যে ভরপুর গল্পের সিরিজটিতে কী ঘটতে চলেছে, ট্রেলারটি তার একটি ঝলক মাত্র।’ মাহফুজ-অপি ছাড়া এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শম্পা রেজা. তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, নিশাত প্রিয়ম প্রমুখ। প্রযোজনায় আলফা আই।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪