Ajker Patrika

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেল কোয়ান্টাম

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৭: ৫৯
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেল কোয়ান্টাম

করোনার মধ্যে ৬ হাজারের বেশি মরদেহের শেষকৃত্য করায় শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। ‘মোস্ট ইমপ্যাক্ট ফুল ইনিশিয়েটিভ’ ক্যাটাগরিতে এই পুরস্কার পায় বান্দরবানের লামায় অবস্থিত এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০’ এর অধীনে প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো এ পুরস্কার পায় কোয়ান্টাম ফাউন্ডেশন। আত্ম উন্নয়নমূলক কার্যক্রমসহ নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন স্থানে কোয়ান্টামের প্রায় দেড় হাজার স্বেচ্ছাকর্মী সেবা দিয়ে যাচ্ছেন বলে প্রতিষ্ঠান সূত্র জানা গেছে।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানিয়ে ছিলেন, করোনা সংকট মোকাবিলায় দেশ ও বিদেশের যুবারা আর্তমানবতার সেবায় যে অবদান রেখেছেন, তার স্বীকৃতি দিতে এমন উদ্যোগ নেওয়া। এর মাধ্যমে তরুণদের ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট ১০০ জনকে সম্মাননার এ আয়োজন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত