Ajker Patrika

ন্যায্য ফলের দাবিতে শিক্ষার্থীদের অনশন

রাবি প্রতিনিধি
ন্যায্য ফলের দাবিতে শিক্ষার্থীদের অনশন

ফলাফল পুনর্মূল্যায়ন করে ন্যায্য ফল প্রকাশের দাবিতে গতকাল সোমবার সকালে আমরণ অনশনে বসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।

এদিকে, অনশন চলাকালে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন মনিজা আক্তার, লুনা খাতুন, সুমাইয়া আক্তার, রুমা আক্তার ও নুসরাত জাহান প্রিয়া। তাৎক্ষণিক তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। পরে অবস্থা খারাপ হলে সুমাইয়া ও মনিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, অনশন চলাকালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসে। এ সময় প্রশাসন আবারও সময় চাইলে শিক্ষার্থীরা তা মেনে নিতে অস্বীকৃতি জানান। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উচ্চবাচ্য শুরু করেন। তখন তাঁদের ওপর চড়াও হন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু। এতে ধাক্কাধাক্কি শুরু হয়। ওই দুই শিক্ষক শিক্ষার্থীদের ওপর হাত তুলেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এরপর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি, বিভাগের শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেছে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রায় আধা ঘণ্টা আলোচনা শেষে রাত সাড়ে আটটার দিকে অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সেখানে তিনি বলেন, ‘আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত দিনের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দেবেন।সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান করা হবে।’ পরে তিনি পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।

প্রসঙ্গত, ২৫ আগস্ট উর্দু বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ হলে ফল পুনর্মূল্যায়নের দাবিতে ওই দিনই বিভাগের অফিস ও সভাপতির কক্ষে তালা লাগিয়ে বিভাগ বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে ছাত্র-উপদেষ্টার আশ্বাসে তালা খুলে দেন তাঁরা। কিন্তু সে আশ্বাস বাস্তবায়ন না হলে গত ২৬ অক্টোবর ফের বিভাগে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত