রাবি প্রতিনিধি
ফলাফল পুনর্মূল্যায়ন করে ন্যায্য ফল প্রকাশের দাবিতে গতকাল সোমবার সকালে আমরণ অনশনে বসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।
এদিকে, অনশন চলাকালে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন মনিজা আক্তার, লুনা খাতুন, সুমাইয়া আক্তার, রুমা আক্তার ও নুসরাত জাহান প্রিয়া। তাৎক্ষণিক তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। পরে অবস্থা খারাপ হলে সুমাইয়া ও মনিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অনশন চলাকালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসে। এ সময় প্রশাসন আবারও সময় চাইলে শিক্ষার্থীরা তা মেনে নিতে অস্বীকৃতি জানান। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উচ্চবাচ্য শুরু করেন। তখন তাঁদের ওপর চড়াও হন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু। এতে ধাক্কাধাক্কি শুরু হয়। ওই দুই শিক্ষক শিক্ষার্থীদের ওপর হাত তুলেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এরপর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি, বিভাগের শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেছে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রায় আধা ঘণ্টা আলোচনা শেষে রাত সাড়ে আটটার দিকে অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সেখানে তিনি বলেন, ‘আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত দিনের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দেবেন।সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান করা হবে।’ পরে তিনি পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।
প্রসঙ্গত, ২৫ আগস্ট উর্দু বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ হলে ফল পুনর্মূল্যায়নের দাবিতে ওই দিনই বিভাগের অফিস ও সভাপতির কক্ষে তালা লাগিয়ে বিভাগ বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে ছাত্র-উপদেষ্টার আশ্বাসে তালা খুলে দেন তাঁরা। কিন্তু সে আশ্বাস বাস্তবায়ন না হলে গত ২৬ অক্টোবর ফের বিভাগে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
ফলাফল পুনর্মূল্যায়ন করে ন্যায্য ফল প্রকাশের দাবিতে গতকাল সোমবার সকালে আমরণ অনশনে বসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উর্দু বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিক থেকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন তাঁরা।
এদিকে, অনশন চলাকালে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন মনিজা আক্তার, লুনা খাতুন, সুমাইয়া আক্তার, রুমা আক্তার ও নুসরাত জাহান প্রিয়া। তাৎক্ষণিক তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়। পরে অবস্থা খারাপ হলে সুমাইয়া ও মনিজাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, অনশন চলাকালে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসে। এ সময় প্রশাসন আবারও সময় চাইলে শিক্ষার্থীরা তা মেনে নিতে অস্বীকৃতি জানান। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উচ্চবাচ্য শুরু করেন। তখন তাঁদের ওপর চড়াও হন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু। এতে ধাক্কাধাক্কি শুরু হয়। ওই দুই শিক্ষক শিক্ষার্থীদের ওপর হাত তুলেছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এরপর পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি, বিভাগের শিক্ষকদের নিয়ে আলোচনায় বসেছে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। প্রায় আধা ঘণ্টা আলোচনা শেষে রাত সাড়ে আটটার দিকে অনশনরত শিক্ষার্থীদের কাছে আসেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সেখানে তিনি বলেন, ‘আমরা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত দিনের মধ্যে তাঁরা প্রতিবেদন জমা দেবেন।সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সমস্যার সমাধান করা হবে।’ পরে তিনি পানি খাইয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।
প্রসঙ্গত, ২৫ আগস্ট উর্দু বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ হলে ফল পুনর্মূল্যায়নের দাবিতে ওই দিনই বিভাগের অফিস ও সভাপতির কক্ষে তালা লাগিয়ে বিভাগ বন্ধ ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে ছাত্র-উপদেষ্টার আশ্বাসে তালা খুলে দেন তাঁরা। কিন্তু সে আশ্বাস বাস্তবায়ন না হলে গত ২৬ অক্টোবর ফের বিভাগে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে