Ajker Patrika

৩০০ পেয়ারা ও মাল্টা গাছ কাটল দুর্বৃত্তরা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১২: ১২
৩০০ পেয়ারা ও মাল্টা গাছ কাটল দুর্বৃত্তরা

যশোরের চৌগাছায় আব্দুল খালেক নামের এক কৃষকের প্রায় ৩০০টি পেয়ারা ও মাল্টাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। আব্দুল খালেকের দাবি, এ ঘটনায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামের পূর্ব মাঠে এ ঘটনা ঘটে।

কৃষক আব্দুল খালেক জানান, পেয়ারা চারা একবার রোপণ করলে চার বছর ফল বিক্রি করা যায়। সে হিসেবে তাঁর পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, আব্দুল খালেক চলতি মৌসুমে নিজ গ্রামের মাঠে সাড়ে ৪ বিঘা জমিতে মাল্টা ও থাই পেয়ারা চাষ করেন। তিন মাস ধরে আব্দুল খালেক পেয়ারা বিক্রি করছেন। মাল্টাগাছে এখনো ফল ধরা শুরু করেনি। হঠাৎ সোমবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাগানের চারটি সারির সব গাছ কেটে দেয়।

কৃষক আব্দুল খালেক বলেন, ‘সকালে পরিচর্যার কাজে বাগানে গিয়ে দেখি, আমার বাগানের চারটি সারির প্রায় ৩০০ গাছ কেটে ফেলা হয়েছে। এলাকার কারও সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। তবু কে বা কারা এ কাজ করেছে, তা বুঝে উঠতে পারছি না।’

আব্দুল খালেক আরও বলেন, ‘অভাব-অনটনের সংসারে অনেক কষ্ট করে প্রায় ৪ বিঘা জমিতে পেয়ারা ও মাল্টা চাষ করেছি। এখন পর্যন্ত বাগানে ৫ লাখ টাকার ওপরে ব্যয় হয়েছে। তিন মাস ধরে পেয়ারা বিক্রি করছি, প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি হয়েছে।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত