Ajker Patrika

বাজারে ধানের দাম বাড়ল কৃষকের গোলা শূন্য

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৩: ৩৯
বাজারে ধানের দাম বাড়ল কৃষকের গোলা শূন্য

নওগাঁর রাণীনগরের হাট-বাজারে ধানের ভালো দাম থাকলেও সরবরাহ কমে গেছে। ফলে মিলাররা চাহিদা অনুযায়ী ধান কিনতে পারছেন না।

গত বোরো মৌসুমে ঝোড়ো বাতাস ও অতিবৃষ্টির ফলে ঠিকমতো ধান ঘরে তুলতে পারেননি কৃষকেরা। অনেকে ধান শুকাতে না পেরে ভেজা অবস্থায় বিক্রি করে দেন। এখন অধিকাংশ কৃষকের ঘরে ধান নেই। ফলে ভালো দাম থাকলেও লাভ হচ্ছে না তাঁদের।

আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোরো ধান কাটার শুরুর দিকে বাজারে প্রতি মণ জিরাশাইল ধান ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। প্রায় একই দামে বিক্রি হয়েছে কাটারী ভোগ ধান। বর্তমান বাজারে সেই জিরাশাইল ধান মণপ্রতি ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৫২০ টাকা দামে বিক্রি হচ্ছে।

কৃষকেরা বলছেন, ধান চাষ করতে অনেককে ঋণ নিতে হয়েছে। সার এবং কীটনাশকও দোকান থেকে বাকি নেন কোনো কোনো কৃষক। যদি ধান কাটার শুরুতে ভালো দাম পাওয়া যেত, তাহলে তাঁরা লাভবান হতেন।

আবাদপুকুর হাটে ধান বিক্রি করতে আসা মজনুর রহমান বলেন, ‘যে সময় ধান বিক্রি করেছি, সে সময় বর্তমান বাজারের মতো দাম ছিল না। এখন বাজারে চড়া দামে ধান বিক্রি হচ্ছে, অথচ আমাদের ঘরে আর ধান নেই।’

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, গত বোরো মৌসুমে প্রায় ১৮ হাজার ৮০০ হেক্টর জমিতে ধান রোপণ করেছিলেন কৃষকেরা। কিন্তু ধান পাকার শুরুতে ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে অধিকাংশ কৃষক জমি থেকে ধান ঘরে তুলতে পারেননি। এতে জমিতেই ধান পচে নষ্ট হয়ে গেছে। এ সময় উপজেলায় ৫২ কোটি টাকার ধানের ক্ষতি হয়েছে। যদিও কৃষকেরা বলছেন, এর কয়েক গুণ ক্ষতি হয়েছে তাঁদের।

উপজেলার আবাদপুকুর বাজারের ধান-চাল আড়তদার সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন মণ্ডল বলেন, প্রতি বছর এ সময় হাটবারে সাত থেকে আট হাজার মণ ধানের সরবরাহ থাকে। কিন্তু এবার কৃষকেরা ধান ঘরে তুলতে না পারায় বাজারে এখন এক থেকে দেড় হাজার মণ ধানের সরবরাহ পর্যন্ত হচ্ছে না। বাজারে ধান না পাওয়ায় মোকামের ও বড় ব্যবসায়ীদের চাহিদাও পূরণ করা সম্ভব হচ্ছে না।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম বলেন, ধান কাটার শুরুতেই বৈরী আবহাওয়ার কারণে ধান শুকাতে পারেননি অনেক কৃষক। তাই ওই সময়ই অধিকাংশ কৃষক ধান বিক্রি করে দিয়েছেন। ফলে তাঁরা ক্ষতির মুখে পড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত