Ajker Patrika

পেঁপে উৎপাদনে দিনবদল

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ৩৮
পেঁপে উৎপাদনে দিনবদল

গাইবান্ধার সাদুল্লাপুরে পেঁপে চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষি আলাউল হক (৬০)। কৃষি ফসল উৎপাদন করাই তাঁর পেশা ও নেশা। নানা ফসলের পাশাপাশি এ বছর পেঁপে চাষ করেছেন। এ পেঁপে বিক্রি করেই ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তিনি। ফলন ভালো হওয়ায় বেশ খুশি তিনি। শেষ পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলে লাভবান হতে পারবেন বলে মনে করছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের মাঠে থোকা থোকা পেঁপের সমাহার। এ সময় কৃষক আলাউল হক তাঁর খেত পরিচর্যাসহ পেঁপে তোলায় ব্যস্ত ছিলেন।

জানা যায়, উপজেলার একবারপুর গ্রামের আলাউল হক শিক্ষা জীবনে এইচএসসি পাশ। এক সময় সরকারি চাকরির সুযোগ হলেও সেটি করেননি তিনি। কৃষি কাজে আত্মনিয়োগ করবেন, এমন পরামর্শ দিয়েছিলেন তাঁর বাবা। এ পরামর্শে ধান, শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদনে ঝুঁকে পড়েন। সেই ছাত্রজীবন থেকে এখনো কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। নিজস্ব জমিতে এসব ফসল উৎপাদন করে অনেকটাই স্বাবলম্বী। এরই ধারাবাহিকতায় গত তিন মাস আগে একটি নার্সারি থেকে উন্নতজাতের পেঁপে চারা সংগ্রহ করা হয়। এসব চারা আড়াই বিঘা জমিতে রোপণ করেন তিনি। পরিকল্পনা মাফিক হয় পেঁপে চাষ। সম্প্রতি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ধরেছে থোকা থোকা পেঁপে। সেগুলো এখন বাজারজাতের জন্য তোলাও শুরু হয়েছে।

কৃষক আলাউল হক বলেন, ‘আমার নিজস্ব আড়াই বিঘা জমিতে পেঁপে চাষ করেছি। টানা দুই বছর পেঁপে হবে। এতে করে প্রায় এক হাজার ৫০০ মণ উৎপাদন করা সম্ভব। যার খরচ হবে প্রায় এক লাখ টাকা। বিক্রি করা যাবে প্রায় সাড়ে ৪ লাখ টাকা। আমার এই পেঁপে চাষে কৃষি বিভাগ থেকে বিনা মূল্যে চারা দিয়েছে। শুধু চারা নয়, সার্বিক সহযোগিতাও অব্যাহত রেখেছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, আলাউল হক একজন আদর্শ এবং অগ্রগামী কৃষক। তাঁকে উপকরণ দেওয়া ও সার্বিক বিষয়ে সহযোগিতা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত