জাহিদ হাসান, যশোর
প্রায় তিন বছর আগে ত্রিবার্ষিক সম্মেলনে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের দুই সদস্যের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হন মোহিত কুমার নাথ ও সাধারণ সম্পাদক হয়েছিলেন শাহারুল ইসলাম। এ কমিটির মেয়াদও শেষ পর্যায়ে। আজও পূর্ণাঙ্গ হয়নি কমিটি।
শুধু সদর নয়, যশোরের পাঁচটি উপজেলা আওয়ামী লীগের কমিটি দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ হয়নি। আংশিক কমিটিতে চলছে সদর, মনিরামপুর, ঝিকরগাছা, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ।
তৃণমূল নেতাদের দাবি, কতিপয় নেতার একক আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারে বেড়েছে গ্রুপিং। তৃণমূল ঢেলে সাজাতে না পারায় সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছে দল।
জানা যায়, যশোরের আট উপজেলার মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। বিভিন্ন সময়ে কমিটি পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হলেও কোন্দলের কারণে ভেস্তে গেছে। সর্বশেষ ২০১৯ সালের ১৬ নভেম্বর যশোর সদর উপজেলা ও যশোর পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনের পর প্রায় তিন বছর হলেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি। ২০১৪ সালে ২৮ নভেম্বর সম্মেলনের মাধ্যমে কাজী মাহমুদুল হাসানকে সভাপতি ও গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই ২০১৫ সালের ৬ ডিসেম্বর মারা যান গোলাম মোস্তফা। এরপর ২০১৮ সালের ১০ মার্চ কাজী মাহমুদুল হাসানকে সভাপতি ও প্রভাষক ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাহাঙ্গীর আলম মুকুলকে সভাপতি ও মুছা মাহমুদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ২০১৯ সালের ১৭ নভেম্বর বাঘারপাড়ায় রণজিত কুমার রায় এমপিকে সভাপতি ও হাসান আলীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ২০১৯ সালের ৯ নভেম্বর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এনামুল হক বাবুল সভাপতি ও সরদার অলিয়ার রহমান সাধারণ সম্পাদক মনোনীত হন।
এদিকে, গত ৩১ জুলাই যশোর জেলা আওয়ামী লীগ সভাপতির একক স্বাক্ষরে মনিরামপুর, ঝিকরগাছা ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়।
পরে ২ আগস্ট সেই কমিটি বাতিল করা হয়। দীর্ঘদিনেও উপজেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ না হওয়ায় পদপ্রত্যাশীদের হতাশা বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক সহসভাপতি বলেন, ‘কেন্দ্রীয় নেতারা জেলার সভাপতি-সম্পাদকদের উপজেলার নেতাদের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ কমিটি করে দিতে নির্দেশনা দিয়েছেন। এরপরও একক আধিপত্য বিস্তারের জন্য কমিটিগুলো পূর্ণাঙ্গ করছেন না তাঁরা।’
মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়ছে। আমরা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করতে পারছি না। একই সঙ্গে পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা বাড়ছে। কমিটি পূর্ণাঙ্গ হলে দলীয় নেতা-কর্মীরা চাঙা হতো।’
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। কেন্দ্রীয় ও জেলার নেতাদের সঙ্গে কথা বলেই কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’
প্রায় তিন বছর আগে ত্রিবার্ষিক সম্মেলনে যশোর সদর উপজেলা আওয়ামী লীগের দুই সদস্যের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হন মোহিত কুমার নাথ ও সাধারণ সম্পাদক হয়েছিলেন শাহারুল ইসলাম। এ কমিটির মেয়াদও শেষ পর্যায়ে। আজও পূর্ণাঙ্গ হয়নি কমিটি।
শুধু সদর নয়, যশোরের পাঁচটি উপজেলা আওয়ামী লীগের কমিটি দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ হয়নি। আংশিক কমিটিতে চলছে সদর, মনিরামপুর, ঝিকরগাছা, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ।
তৃণমূল নেতাদের দাবি, কতিপয় নেতার একক আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহারে বেড়েছে গ্রুপিং। তৃণমূল ঢেলে সাজাতে না পারায় সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছে দল।
জানা যায়, যশোরের আট উপজেলার মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি নেই। বিভিন্ন সময়ে কমিটি পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হলেও কোন্দলের কারণে ভেস্তে গেছে। সর্বশেষ ২০১৯ সালের ১৬ নভেম্বর যশোর সদর উপজেলা ও যশোর পৌর আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলনের পর প্রায় তিন বছর হলেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি। ২০১৪ সালে ২৮ নভেম্বর সম্মেলনের মাধ্যমে কাজী মাহমুদুল হাসানকে সভাপতি ও গোলাম মোস্তফাকে সাধারণ সম্পাদক করে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার আগেই ২০১৫ সালের ৬ ডিসেম্বর মারা যান গোলাম মোস্তফা। এরপর ২০১৮ সালের ১০ মার্চ কাজী মাহমুদুল হাসানকে সভাপতি ও প্রভাষক ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাহাঙ্গীর আলম মুকুলকে সভাপতি ও মুছা মাহমুদকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ২০১৯ সালের ১৭ নভেম্বর বাঘারপাড়ায় রণজিত কুমার রায় এমপিকে সভাপতি ও হাসান আলীকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ২০১৯ সালের ৯ নভেম্বর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এনামুল হক বাবুল সভাপতি ও সরদার অলিয়ার রহমান সাধারণ সম্পাদক মনোনীত হন।
এদিকে, গত ৩১ জুলাই যশোর জেলা আওয়ামী লীগ সভাপতির একক স্বাক্ষরে মনিরামপুর, ঝিকরগাছা ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়।
পরে ২ আগস্ট সেই কমিটি বাতিল করা হয়। দীর্ঘদিনেও উপজেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ না হওয়ায় পদপ্রত্যাশীদের হতাশা বাড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের এক সহসভাপতি বলেন, ‘কেন্দ্রীয় নেতারা জেলার সভাপতি-সম্পাদকদের উপজেলার নেতাদের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ কমিটি করে দিতে নির্দেশনা দিয়েছেন। এরপরও একক আধিপত্য বিস্তারের জন্য কমিটিগুলো পূর্ণাঙ্গ করছেন না তাঁরা।’
মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন, ‘উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি না থাকায় সাংগঠনিক কার্যক্রমে প্রভাব পড়ছে। আমরা ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করতে পারছি না। একই সঙ্গে পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা বাড়ছে। কমিটি পূর্ণাঙ্গ হলে দলীয় নেতা-কর্মীরা চাঙা হতো।’
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। কেন্দ্রীয় ও জেলার নেতাদের সঙ্গে কথা বলেই কমিটি পূর্ণাঙ্গ করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে