Ajker Patrika

ভোলায় শকুন অবমুক্ত

ভোলা প্রতিনিধি
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১: ২০
ভোলায় শকুন অবমুক্ত

ভোলায় বিপন্ন হিমালয়ী গৃধিনি প্রজাতির একটি শকুন অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে ভোলার চরফ্যাশন রেঞ্জের চরকচ্ছপিয়ায় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে শকুনটি অবমুক্ত করা হয়।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গত শনিবার লালমোহন উপজেলার মিয়ারহাট এলাকায় শকুনটি পড়ে ছিল। স্থানীয়রা শকুনটি ধরে বন বিভাগে খবর দেন। চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে হয়েছে।’

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মেহেসানিন ইমেইলের মাধ্যমে শকুটির ছবি দেখে এটিকে হিমালয়ী শকুন (Himalayan Griffon) বা হিমালয়ী গৃধিনি বলে চিহ্নিত করেন। হিমালয়ে গৃধিনি প্রজাতির এই শকুনগুলো বাংলাদেশে সচরাচর দেখা যায় না। ধারণা করা হচ্ছে উত্তরে প্রচণ্ড শীতের কারণে হিমালয় থেকে শকুনটি খাবারের সন্ধানে ভোলায় এসেছিল।

তিনি আরও বলেন, ‘পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কেটোপ্রোফেনের ব্যবহার, খাদ্য সংকট ও বাসস্থান সংকটসহ নানা প্রতিকূলতায় শকুন হারিয়ে যাচ্ছে। এই পাখি হারানোয় মানুষ অ্যানথ্রাক্স, জলাতঙ্কসহ পশু হতে নানা সংক্রামকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের হিসেবে দেশে ২৬৮টি শকুন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত