মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় আজ রোববার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। গত শুক্রবার প্রচারের শেষ দিনে উপজেলার দুটি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ ছাড়া সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এক প্রার্থীর বাড়িতে নিক্ষেপ করা হয়েছে ইটপাটকেল।
গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভালাইন ও কসব ইউপিতে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে।
কসব ইউপির স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে নৌকা প্রার্থীর ভাই আশরাফুল ইসলাম কয়েকজন সহযোগী নিয়ে কসব মণ্ডলপাড়া গ্রামে ঢোকেন ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তা বুঝতে পেরে পিছু নিলে গ্রামের কছিমুদ্দীনের বাড়িতে আশ্রয় নেন তাঁরা। এলাকাবাসী এ সময় বাড়িটি ঘিরে ফেলে।
স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান অভিযোগ করে বলেন, সংবাদ পেয়ে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে নৌকার কর্মীরা সেখানে উপস্থিত হয়ে অবরুদ্ধ অবস্থা থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে যান। এ সময় নৌকার কর্মীরা তাঁর বাড়িতে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করেন। হামলায় তাঁর তিন কর্মী আহত হন।
এদিকে টাকা বিতরণ, হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী ফজলুর রহমান বলেন, ‘শেষ মুহূর্তের প্রচারের সময় স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের এলাকায় আমার ভাইসহ কয়েকজন কর্মীকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। সংবাদ পেয়ে তাঁদের উদ্ধার করে আনা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় আমার তিন কর্মী আহত হয়েছে।’
এদিকে ভালাইন ইউপির গাংতা এলাকায় শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার কর্মীদের পথ আটকে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
গোলাম মোস্তফার অভিযোগ, নৌকার প্রার্থী ইব্রাহীম আলী বাবুর হুকুমে এ তাণ্ডব চালিয়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় নৌকার প্রার্থী ইব্রাহীম আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
তবে নৌকার প্রার্থী ইব্রাহীম আলী বাবু এ অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলার ১৪ ইউপিতে আজ রোববার ভোট। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। এবারের ভোটে ১৪০টি কেন্দ্রের মধ্যে ৮৩ টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে প্রশাসনের বাড়তি নজরদারি থাকবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৩০৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৫৮৩ জন।
ভোটদান নির্বিঘ্ন করতে পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রত্যেকটি ইউপিতে একটি করে মোবাইল টিম নিয়োজিত থাকবে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ৪ প্লাটুন বিজিবি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গতকাল সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। আজ রোববার ভোরে সব কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। তিনি আরও বলেন, ভোটদান কার্যক্রম নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যার ঘটনায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ভোটের মাঠে ১২ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। প্রতি ৩ ইউপিতে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের তিনটি টহল দল কাজ করবে। পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কাজ করবে বিজিবি।
নওগাঁর মান্দা উপজেলায় আজ রোববার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। গত শুক্রবার প্রচারের শেষ দিনে উপজেলার দুটি ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ ছাড়া সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এক প্রার্থীর বাড়িতে নিক্ষেপ করা হয়েছে ইটপাটকেল।
গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভালাইন ও কসব ইউপিতে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে।
কসব ইউপির স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে নৌকা প্রার্থীর ভাই আশরাফুল ইসলাম কয়েকজন সহযোগী নিয়ে কসব মণ্ডলপাড়া গ্রামে ঢোকেন ও টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তা বুঝতে পেরে পিছু নিলে গ্রামের কছিমুদ্দীনের বাড়িতে আশ্রয় নেন তাঁরা। এলাকাবাসী এ সময় বাড়িটি ঘিরে ফেলে।
স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান অভিযোগ করে বলেন, সংবাদ পেয়ে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে নৌকার কর্মীরা সেখানে উপস্থিত হয়ে অবরুদ্ধ অবস্থা থেকে তাঁদের উদ্ধার করে নিয়ে যান। এ সময় নৌকার কর্মীরা তাঁর বাড়িতে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুরসহ বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করেন। হামলায় তাঁর তিন কর্মী আহত হন।
এদিকে টাকা বিতরণ, হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী ফজলুর রহমান বলেন, ‘শেষ মুহূর্তের প্রচারের সময় স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমানের এলাকায় আমার ভাইসহ কয়েকজন কর্মীকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়। সংবাদ পেয়ে তাঁদের উদ্ধার করে আনা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় আমার তিন কর্মী আহত হয়েছে।’
এদিকে ভালাইন ইউপির গাংতা এলাকায় শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার কর্মীদের পথ আটকে পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
গোলাম মোস্তফার অভিযোগ, নৌকার প্রার্থী ইব্রাহীম আলী বাবুর হুকুমে এ তাণ্ডব চালিয়েছেন তাঁর কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় নৌকার প্রার্থী ইব্রাহীম আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
তবে নৌকার প্রার্থী ইব্রাহীম আলী বাবু এ অভিযোগ অস্বীকার করেছেন।
উপজেলার ১৪ ইউপিতে আজ রোববার ভোট। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। এবারের ভোটে ১৪০টি কেন্দ্রের মধ্যে ৮৩ টিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে প্রশাসনের বাড়তি নজরদারি থাকবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৩০৫ জন ও নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৫৮৩ জন।
ভোটদান নির্বিঘ্ন করতে পাঁচজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রত্যেকটি ইউপিতে একটি করে মোবাইল টিম নিয়োজিত থাকবে। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে ৪ প্লাটুন বিজিবি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গতকাল সব কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। আজ রোববার ভোরে সব কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। তিনি আরও বলেন, ভোটদান কার্যক্রম নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, গত শুক্রবার সন্ধ্যার ঘটনায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক বলেন, ভোটের মাঠে ১২ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। প্রতি ৩ ইউপিতে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও র্যাবের তিনটি টহল দল কাজ করবে। পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কাজ করবে বিজিবি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে