Ajker Patrika

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৭
ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জে বাদল সূত্রধর (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তরবনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে মরদেহ উদ্ধার করে পুলিশ। বাদল প্রেমানন্দ সূত্রধরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বাদল কাঠমিস্ত্রির কাজ করতেন। রোববার বিকেলে কাজ থেকে ফিরে তাঁর নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। তখন তাঁর স্ত্রীসহ অন্য নারীরা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় বাদলের কক্ষ থেকে জোরে আওয়াজ আসলে তাঁর স্ত্রী ইতি রাণী সূত্রধর দৌড়ে ঘরে যান। সেখানে গিয়ে দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তাঁর স্বামীর নিথর দেহ ঝুলছে।

তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে মরদেহ নামিয়ে স্থানীয় ফার্মেসিতে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাদলের বাবা প্রেমানন্দ সূত্রধর বলেন, বছরখানেক আগে তাঁর একটি ছেলে সন্তান হয়ে মারা যায়। বৈবাহিক জীবনে টুকটাক ঝগড়াঝাঁটি সবারই হয়। তবে আত্মহত্যার মতো কোনো ঘটনা চোখে পড়েনি।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, ‘আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত