Ajker Patrika

যে শর্তে মসজিদের নিচতলায় মার্কেট নির্মাণ জায়েজ

মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৫: ০৬
যে শর্তে মসজিদের নিচতলায় মার্কেট  নির্মাণ জায়েজ

প্রশ্ন: আজকাল শহর-নগরের অধিকাংশ মসজিদের নিচতলায় দোকানপাট বা মার্কেট নির্মাণ করতে দেখা যায়। এসব দোকানের আয় মসজিদের কল্যাণে ব্যয় করা হয়। ইসলামের দৃষ্টিতে এই কাজ কতটুকু সঠিক? বিস্তারিত জানতে চাই। 
ফাহিম কাদরি, ঢাকা

উওর: ইসলামি দৃষ্টিকোণ থেকে মসজিদের সঙ্গে লাগোয়া বা নিচতলায় মার্কেট বা দোকান নির্মাণ জায়েজ। তবে দোকানপাটের অংশটিকে মসজিদের অংশ গণ্য করা হবে না। বরং একে এমন স্থাপনার অন্তর্ভুক্ত বিবেচনা করা হবে, যা মসজিদের কল্যাণে ওয়াক্ফ করা হয়েছে। নিচতলায় দোকান নির্মিত হলে ওপরতলা থেকেই মসজিদ গণ্য করা হবে, আর সামনের অংশে বা এক পাশে নির্মিত হলে এর পরের অংশ থেকে মসজিদ গণ্য করা হবে।

আল্লামা আলাউদ্দিন হাসকাফি (রহ.) বলেন, ‘মসজিদের নিচে মসজিদের কল্যাণের জন্য কিছু নির্মিত হলে তা জায়েজ। যেমন, আল-আকসা মসজিদ।’ (আদ্দুরুল মুখতার: ২ / ৫৭২) 
তবে জায়েজ হওয়ার শর্ত হলো, মসজিদ নির্মাণের শুরুতেই ওই স্থানে দোকান নির্মাণের নিয়ত থাকতে হবে। মসজিদ নির্মাণ করে ফেলার পর নিচতলা দোকান হিসেবে ভাড়া দিয়ে ওপর তলায় মসজিদের কার্যক্রম পরিচালনা করা জায়েজ নেই। সুতরাং মসজিদের জন্য ওয়াক্‌ফকৃত স্থানে নিচতলা মসজিদ হিসেবে ব্যবহার করার পরে আরও কয়েক তলা নির্মাণ করে নিচতলা বা অন্য কোনো ফ্লোরে দোকানপাট করা জায়েজ হবে না।

তবে দোকান নির্মাণ জায়েজ হলেও মসজিদের নিচে তা করা অনুচিত। কেননা মসজিদ হলো সর্বোৎকৃষ্ট স্থান আর বাজার হলো নিকৃষ্টতম স্থান। তাই মসজিদ ভবনে শপিং মল, দোকানপাট থাকলে মসজিদের পরিবেশ ভীষণভাবে নষ্ট হয়। তাই মসজিদের আয়ের জন্যও মসজিদের নিচতলায় দোকানপাট করা থেকে বিরত থাকা উচিত। বিকল্প হিসেবে মসজিদ ভবন থেকে দূরে পৃথক ভবন নির্মাণ করে বাণিজ্যিক ভিত্তিতে তা ব্যবহার করা যেতে পারে। এতে মসজিদের পরিবেশও বজায় থাকবে এবং মসজিদের আয়েরও একটা ব্যবস্থা হয়ে যাবে। 
সূত্র: জাদিদ ফিকহি মাসায়েল: ১/১০৩-১০৪; আলমুহাররারুল ওয়াজিয: ১৫ / ১৪৫; হাশিয়াতুশ শিলবি আলাত তাবয়িন: ৪/২৭১; আলমুহিতুল বুরহানি: ৯/১২৭; ফাতাওয়া তাতারখানিয়া: ৮/১৬২; আদ্দুররুল মুখতার: ৪/৩৫৮। 

লেখক: মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত