শাবিপ্রবি ৩১ বছরে পা রাখছে আজ

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৫১
Thumbnail image

৩০ বসন্ত পেরিয়ে ৩১তম বসন্তে পা রাখছে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তি, সংকট ও সম্ভাবনার উৎকর্ষে প্রতিনিয়ত এগিয়ে চলেছে বিশ্ববিদ্যালয়টি। দেশের প্রযুক্তির ক্ষেত্রে তৈরি করেছে অনন্য অবস্থান।

নানা আয়োজনের মধ্য দিয়ে আজ সোমবার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গতকাল রোববার রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরবর্তীতে কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও সর্বশেষ গোলচত্বরে কেক কাটার মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, ‘পহেলা ফাল্গুন বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন উপলক্ষে সবার সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতায় বিশ্ববিদ্যালয় এক অনন্য উচ্চতায় এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি।’ বিশ্ববিদ্যালয়ের সব সংকট কাটিয়ে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে শাবিপ্রবির সুন্দর পরিবেশ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিচার বিভাগের সমস্যা তুলে ধরলেন বিচারক, আনিসুল হক বললেন ‘সমস্যা কেটে যাবে’

সিলেটে রিসোর্টে ৮ তরুণ-তরুণীকে জোর করে বিয়ে, কিছু না করেই ফিরে এল পুলিশ

‘গোল্ডেন হুইট’ রঙের পোশাকে মাঠে থাকবে আনসার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত