হাতুড়ে ডাক্তারের কাণ্ড!

শাহীন রহমান, পাবনা 
Thumbnail image

ছয় মাসের এলএমএএফপি প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়িতে চেম্বার খুলে সর্বরোগের চিকিৎসা দিচ্ছেন কথিত চিকিৎসক সুদেব বিশ্বাস। শুধু চিকিৎসাই দেন না, রোগী ভর্তি রাখেন তাঁর ফার্মেসিতে। নিজ চেম্বারকে বানিয়ে ফেলেছেন মিনি হাসপাতাল। দেখলে মনে হবে যেন জরুরি বিভাগ।

নিয়মবহির্ভূতভাবে নিজেকে ডাক্তার পরিচয়ে দিচ্ছেন নানা পরীক্ষা-নিরীক্ষা। চমক দেখিয়ে গ্রামীণ গরিব রোগীদের কাছে থেকে চিকিৎসার নামে হাতিয়ে নিচ্ছেন টাকা। পাবনা বেড়া উপজেলায় সন্ধান মিলেছে এমনই এক ব্যক্তির।

সরেজমিনে দেখা যায়, উপজেলার পুরাণ ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের পাশে নগরবাড়ী ১০ শয্যাবিশিষ্ট বাসন্তী বসু স্মৃতি হাসপাতালের অবস্থান। এরই সামনে সুদেব বিশ্বাস নিজ বাড়িতে ‘জনসেবা চিকিৎসালয়’ নামের একটি চেম্বার খুলে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছেন। তাঁকে সার্বক্ষণিক সহযোগিতা করে আসছেন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।

এতে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন প্রত্যন্ত চরাঞ্চলের সাধারণ মানুষ। জ্বর নিয়ে কোনো রোগী চেম্বারে এলেই সুদেব বিশ্বাস ডেঙ্গু রোগী বলে ভর্তি রাখেন তাঁর হাসপাতালে। তাঁর চেম্বারের ভেতরে রয়েছে বিভিন্ন কোম্পানির প্রচুর ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম। রোগী ভর্তি রাখার জন্য পাঁচ-ছয়টি বেড (শয্যা) রয়েছে। নিজেই ওষুধ লিখে নিজ চেম্বার থেকে সেই ওষুধ বিক্রি করেন।

এ বিষয়ে পল্লিচিকিৎসক সুদেব বিশ্বাস বলেন, ‘আমি বিধিমোতাবেক রোগীদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।’ পল্লিচিকিৎসক হয়েও ডাক্তার পরিচয় দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি মানুষকে ভালো সেবা দেই, তাই আমাকে সবাই ডাক্তার বলে ডাকেন।’

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমাতুজ জান্নাত বলেন, ‘এলএমএএফপি এটা কোনো ডিগ্রি নয়। এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারেন না। ওই পল্লিচিকিৎসকের বিষয়ে আমি শুনেছি। আমি ইউএনও স্যারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেব।’

ইউএনও মোরশেদুল ইসলাম বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সিভিল সার্জন শহীদুল্লাহ্ দেওয়ান বলেন, ‘বিষয়টি জানার পর সুদেব বিশ্বাসকে গতকাল সোমবার আমার অফিসে ডেকে পাঠিয়েছিলাম।তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাঁর যে প্রশিক্ষণের কাগজ আছে সেটা জব্দ করেছি। এভাবে চিকিৎসা দেওয়া বন্ধ রাখতে তাঁকে চিঠি দেওয়া হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত