পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারে গত শুক্রবার অংশ নেন চট্টগ্রাম জেলা যুবদলের এক নেতা। এ নিয়ে তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে।
সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর-উর রশীদ চৌধুরীর নির্বাচনী প্রচারে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা অংশ নেন। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তৃণমূলের নেতা-কর্মীরা এর সমালোচনা করে বলছেন, দলের দুঃসময়ে একজন দায়িত্বশীল নেতা আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করছেন। এটি দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ। তাঁকে দল ও পদ থেকে বহিষ্কার করার দাবি করেন অনেকেই।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা বলেন, নির্বাচনী মতবিনিময় সভায় শুধু আমি না, সেখানে অনেকেই ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী নুর মোহাম্মদ। এ ছাড়া বিএনপি নেতা আহমদুল হক, আজিজুল হক সওদাগর, হাজী মোহাম্মদ সৈয়দ ও মোহাম্মদ আরিফসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।
রবিউল হোসেন বাদশা আরও বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইব্রাহিম বাচ্চু যাতে পুনরায় নির্বাচিত হতে না পারেন, সেজন্য স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। ‘ইব্রাহিম বাচ্চু আমার বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলা দিয়েছেন। আমার ওপর হামলা করেছিলেন।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। এখনই আমি খোঁজখবর নিচ্ছি। যদি এ ঘটনা সত্যি হয়, তাহলে তিনি দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছেন। তাঁর ব্যাপারে আরও খবর নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘বিদ্রোহী হয়ে আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচনের কোনো সুযোগ নেই। আমরা ৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করছি। এরপরও বিদ্রোহী প্রার্থী থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর প্রচারে গত শুক্রবার অংশ নেন চট্টগ্রাম জেলা যুবদলের এক নেতা। এ নিয়ে তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে।
সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর-উর রশীদ চৌধুরীর নির্বাচনী প্রচারে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা অংশ নেন। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
তৃণমূলের নেতা-কর্মীরা এর সমালোচনা করে বলছেন, দলের দুঃসময়ে একজন দায়িত্বশীল নেতা আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করছেন। এটি দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ। তাঁকে দল ও পদ থেকে বহিষ্কার করার দাবি করেন অনেকেই।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি রবিউল হোসেন বাদশা বলেন, নির্বাচনী মতবিনিময় সভায় শুধু আমি না, সেখানে অনেকেই ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কুসুমপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী নুর মোহাম্মদ। এ ছাড়া বিএনপি নেতা আহমদুল হক, আজিজুল হক সওদাগর, হাজী মোহাম্মদ সৈয়দ ও মোহাম্মদ আরিফসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।
রবিউল হোসেন বাদশা আরও বলেন, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ইব্রাহিম বাচ্চু যাতে পুনরায় নির্বাচিত হতে না পারেন, সেজন্য স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। ‘ইব্রাহিম বাচ্চু আমার বিরুদ্ধে ৪টি মিথ্যা মামলা দিয়েছেন। আমার ওপর হামলা করেছিলেন।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। এখনই আমি খোঁজখবর নিচ্ছি। যদি এ ঘটনা সত্যি হয়, তাহলে তিনি দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছেন। তাঁর ব্যাপারে আরও খবর নিয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘বিদ্রোহী হয়ে আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচনের কোনো সুযোগ নেই। আমরা ৬ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করছি। এরপরও বিদ্রোহী প্রার্থী থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে