Ajker Patrika

ধোবাউড়ার অধিকাংশ স্কুলে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা

কামরুল হাসান ধোবাউড়া
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১২: ০৩
ধোবাউড়ার অধিকাংশ স্কুলে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা

ধোবাউড়া উপজেলার অধিকাংশ স্কুলে (প্রাথমিক বিদ্যালয়) নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। অনেক বিদ্যালয়ে নলকূপ থাকলেও নষ্ট হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। শিশু শিক্ষার্থীরা তৃষ্ণা মেটাতে বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন বাড়িতে গিয়ে পানি পান করে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ হাজারেরও অধিক। এর মধ্যে ৬ হাজারের বেশি শিক্ষার্থী দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানি থেকে বঞ্চিত রয়েছে। উপজেলার প্রায় ২৫টি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ থাকলেও কর্তৃপক্ষের গাফিলতিতে দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

চন্ডিরকান্দা গ্রামের এক অভিভাবক রইস উদ্দিন বলেন, ‘এখন গরমের সময়। বাচ্চারা হেঁটেই স্কুলে যায়। ফলে পিপাসা লাগায় পাশের বাড়ি থেকে পানি এনে পান করে। দীর্ঘদিন নলকূপ নষ্ট থাকার পরও কেউ সংস্কার করছে না।’

একই গ্রামের রমজান আলী বলেন, ‍ ‘পাশের বাড়ি থেকে পানি সংগ্রহ করার জন্য বিদ্যালয়ের শিক্ষকেরা শিক্ষার্থীদের হাতে বালতি ধরিয়ে দেন। এতে শিশুরা মানসিক চাপে ভোগে।’

দিঘীরপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিদ্দিকুর রহমান বলেন, ‘টিউবওয়েল মেরামত করলে এক সপ্তাহ যায়। আবার নষ্ট হয়ে যায়।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিন বলেন, ‘মাঝে মধ্যে বিদ্যালয়ের এমন অনেক সমস্যা আমাকে বলার পর কিছু কিছু সমাধান করে দিয়েছি। আমরা ছাত্র-ছাত্রীদের বিষয়টি চিন্তা করে পানির সমস্যা সমাধানে কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত