Ajker Patrika

লাভ সেমিস্টার পার করে সুইট প্রবলেমে নীহা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
লাভ সেমিস্টার পার করে সুইট প্রবলেমে নীহা

ফটোশুট ও বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করা নাজনীন নাহার নীহা গত রোজার ঈদে নাম লিখিয়েছেন টিভি নাটকে। প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় ‘লাভ সেমিস্টার’ নাটকে তাঁর বিপরীতে ছিলেন ফারহান আহমেদ জোভান। প্রথম নাটকে কাজ করার পর আরও নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে রাজি হননি। পর্দায় প্রথম কাজ নিজে দেখে তারপর অন্য কাজ হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

‘লাভ সেমিস্টার’ প্রচারের পর থেকে দারুণ সাড়া পাচ্ছেন নীহা। পাচ্ছেন নতুন নাটকের প্রস্তাব। এবার সময় এসেছে নতুন নাটকে কাজ করার। সম্প্রতি তাই শুরু করেছেন মাহমুদুর রহমান হিমির পরিচালনায় ‘সুইট প্রবলেম’ নাটকের শুটিং। এতে নীহার বিপরীতে রয়েছেন মুশফিক ফারহান। নতুন নাটক নিয়ে নীহা বলেন, ‘প্রথম নাটকটির প্রচারের অপেক্ষায় ছিলাম এত দিন। নাটকটি প্রচার হওয়ার পর দর্শকদের অনুপ্রেরণায় আমি মুগ্ধ। তাই সুইট প্রবলেম দিয়ে নতুন কাজ শুরু করলাম। চেষ্টা করছি পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করার। শট শুরুর আগে পরিচালকের সঙ্গে কথা বলে নিচ্ছি। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।’

এ ছাড়া ঈদের বেশ কিছু নাটকের কাজ হাতে রয়েছে বলে জানিয়েছেন নীহা। ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে নীহা বলেন, ‘চিত্রনাট্য পড়ে যে চরিত্রটি আমি আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারব বলে মনে হবে, সেটি করতে চাই। অভিনয়টা করতে চাই মন দিয়ে। কোনো ধরনের তাড়াহুড়া করতে চাই না।’

সুইট প্রবলেম নাটকটি কোরবানির ঈদে দেখা যাবে সিএমভির ইউটিউব চ্যানেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত