Ajker Patrika

‘তৃতীয় সাবমেরিন কেব্‌ল বসানোর প্রস্তুতি চলছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৭
‘তৃতীয় সাবমেরিন কেব্‌ল বসানোর প্রস্তুতি চলছে’

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, শিগগিরই ভুটানে ব্যান্ডউইডথ রপ্তানি করবে বাংলাদেশ। গত সোমবার এক আলোচনায় এ ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে। আগামীতে ভারত ও নেপালেও ব্যান্ডউইডথ রপ্তানি করা হবে। সে জন্য তৃতীয় সাবমেরিন কেব্‌ল বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা ২০২৪ সালের মধ্যে শেষ হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে বিসিএস কম্পিউটার সিটিতে ‘বিজয়ে প্রযুক্তি মেলা-২১’ উদ্বোধনকালে এসব তথ্য জানান মন্ত্রী। বাংলাদেশ কম্পিউটার সমিতি পাঁচ দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে। এবারের মেলায় শুধু এন্ট্রি করেই ঢুকতে পারবেন ক্রেতা ও দর্শনার্থীরা।

মোস্তাফা জব্বার বলেন, ‘২০০৮ সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল ৮ লাখ। তারা ৮ জিবিপিএস ব্যান্ডউইডথের ওপর নির্ভর করত। এখন এই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১২ কোটি হয়েছে, আর আমাদের ব্যান্ডউইডথ আছে ২ হাজার ২০০ জিবিপিএস। এই ব্যান্ডউইডথ থেকে আমরা ৭০০ জিবিপিএস সৌদিতে এবং মালয়েশিয়ায় ২০০ জিবিপিএস রপ্তানি করছি।’

মন্ত্রী আরও বলেন, ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে যে ফাইভ-জি ইন্টারনেট সেবা আসছে, সেটি শুধু মোবাইল ফোনে ইন্টারনেট বা কথা বলার জন্য ব্যবহৃত হবে না, কলকারখানাতেও ব্যবহার করা হবে। ২০২৩-২৪ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করা হবে বলেও জানান মোস্তফা জব্বার।

এ এল মাজাহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. শাহিদ-উল-মুনীর, সাবেক সভাপতি ও রায়ানসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল, স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম এবং গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক আব্দুল ফাত্তাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত