হারুনুর রশিদ, রায়পুরা (নরসিংদী)
গ্রামে ঢুকতেই চোখে পড়ে গাছগাছালির অপরূপ শোভা। গাছের আড়াল থেকে কানে ভেসে আসে পাখিদের ডাক। রাস্তার দুই পাশে থাকা অসংখ্য লটকনের বাগান যে কারও চোখ জুড়াবে। অধিকাংশ গাছের নিচ থেকে ওপরের অংশের শাখা-প্রশাখায় থোকায় থোকায় ঝুলছে কাঁচা-পাকা লটকন। দেখে মনে হয় যেন পুরো গাছে হলুদ-সবুজ রঙের ফুল ফুটেছে। চাষিরা বাগানের পাকা লটকন গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছেন। কেউ আবার বাজারে বিক্রির জন্য প্রক্রিয়াজাতে ব্যস্ত সময় পার করছেন।
গত সোমবার সকালে এমন দৃশ্য দেখা যায় নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে শিবপুর, বেলাব, রায়পুরা উপজেলার মরজালসহ কয়েকটি গ্রামে। এসব গ্রামের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে ছোট-বড় লটকন বাগান।
লটকন গাছের গোড়া থেকে শুরু করে ডালপালা পর্যন্ত থোকায় থোকায় ফলন আসে। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় লটকন চাষে আগ্রহ বাড়ছে এই এলাকার চাষি ও বেকার যুবকদের। এখানকার লটকন যাচ্ছে বিভাগের অন্যান্য জেলাসহ বিশ্ববাজারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় ১ হাজার ৬১০ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে।
মরজাল এলাকার চাষি কাজী কামাল হোসেন বলেন, সারা দেশের বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশেও লটকন রপ্তানি হয়। বাছাই করা সুস্বাদু বড় লটকনগুলো পাঠানো হয়। সাধারণত লটকন দু-তিন দিন পর্যন্ত রাখা যায়। প্যাকেট করা ওই লটকন সাত-আট দিন পর্যন্ত সংরক্ষণ সম্ভব। মরজাল বাসস্ট্যান্ড বাজার ঘুরে দেখা যায়, চাষি ও বিক্রেতারা গাছ থেকে সংগ্রহ করে লটকন নিয়ে আসছেন। রং ও আকারভেদে প্রতি মণ লটকন ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মরজাল বাজারে প্রতিদিন প্রায় ৯-১০ লাখ টাকার লটকন কেনাবেচা হয়।
বাজার সমিতির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, ‘এখান থেকে পাইকারেরা সারা দেশে সাপ্লাই দিয়ে থাকেন। ভরা মৌসুমে ভালো দাম পাচ্ছেন চাষিরা।’
গ্রামে ঢুকতেই চোখে পড়ে গাছগাছালির অপরূপ শোভা। গাছের আড়াল থেকে কানে ভেসে আসে পাখিদের ডাক। রাস্তার দুই পাশে থাকা অসংখ্য লটকনের বাগান যে কারও চোখ জুড়াবে। অধিকাংশ গাছের নিচ থেকে ওপরের অংশের শাখা-প্রশাখায় থোকায় থোকায় ঝুলছে কাঁচা-পাকা লটকন। দেখে মনে হয় যেন পুরো গাছে হলুদ-সবুজ রঙের ফুল ফুটেছে। চাষিরা বাগানের পাকা লটকন গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছেন। কেউ আবার বাজারে বিক্রির জন্য প্রক্রিয়াজাতে ব্যস্ত সময় পার করছেন।
গত সোমবার সকালে এমন দৃশ্য দেখা যায় নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে শিবপুর, বেলাব, রায়পুরা উপজেলার মরজালসহ কয়েকটি গ্রামে। এসব গ্রামের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে ছোট-বড় লটকন বাগান।
লটকন গাছের গোড়া থেকে শুরু করে ডালপালা পর্যন্ত থোকায় থোকায় ফলন আসে। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় লটকন চাষে আগ্রহ বাড়ছে এই এলাকার চাষি ও বেকার যুবকদের। এখানকার লটকন যাচ্ছে বিভাগের অন্যান্য জেলাসহ বিশ্ববাজারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় ১ হাজার ৬১০ হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে।
মরজাল এলাকার চাষি কাজী কামাল হোসেন বলেন, সারা দেশের বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশেও লটকন রপ্তানি হয়। বাছাই করা সুস্বাদু বড় লটকনগুলো পাঠানো হয়। সাধারণত লটকন দু-তিন দিন পর্যন্ত রাখা যায়। প্যাকেট করা ওই লটকন সাত-আট দিন পর্যন্ত সংরক্ষণ সম্ভব। মরজাল বাসস্ট্যান্ড বাজার ঘুরে দেখা যায়, চাষি ও বিক্রেতারা গাছ থেকে সংগ্রহ করে লটকন নিয়ে আসছেন। রং ও আকারভেদে প্রতি মণ লটকন ২ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মরজাল বাজারে প্রতিদিন প্রায় ৯-১০ লাখ টাকার লটকন কেনাবেচা হয়।
বাজার সমিতির সাধারণ সম্পাদক মিলন মিয়া বলেন, ‘এখান থেকে পাইকারেরা সারা দেশে সাপ্লাই দিয়ে থাকেন। ভরা মৌসুমে ভালো দাম পাচ্ছেন চাষিরা।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে