Ajker Patrika

মহিলা দলের কর্মিসভায় পুলিশের বাধা

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৭
মহিলা দলের কর্মিসভায় পুলিশের বাধা

ফেনীতে পুলিশের বাধার মুখে একাধিকবার স্থান পরিবর্তন করে মহিলা দলের সংক্ষিপ্ত কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের রামপুরের পাটোয়ারী বাড়ির বিএনপির এক নেতার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, গণআন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে পতন করা হবে। প্রশাসনের ছত্রচ্ছায়া ছাড়া আওয়ামী লীগ সন্ত্রাসীরা মাঠে আসুক। রাজনৈতিকভাবে বিএনপি আওয়ামী লীগকে মোকাবিলা করবে।

জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন অভিযোগ করে বলেন, মঙ্গলবারের সমাবেশে যোগদান করতে গতকাল সন্ধ্যায় নেত্রী আফরোজা আব্বাস ফেনী শহরের একটি আবাসিক হোটেলে উঠলে রাত ১২টার দিকে পুলিশ গিয়ে আফরোজা আব্বাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হোটেল থেকে বের করে দেয়। পরবর্তী সময়ে তাঁরা কুমিল্লার একটি হোটেলে রাত যাপন করেন। এ ছাড়া তাঁদের নির্ধারিত কর্মীসমাবেশ স্থল ভাঙচুর করে ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা।

সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহানা আক্তার শানু, ফাতেমা বাদশা, ফয়জুন্নেছা মনি, জেলা বিএনপি আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, প্রমুখ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, বিএনপির অভিযোগ সত্য নয়। বিএনপির একটি প্রতিনিধি দল রাতে ফেনীর একটি হোটেলে অবস্থান নিয়ে রাতেই নিজ উদ্যোগে হোটেল ত্যাগ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত