Ajker Patrika

বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯: ৫২
বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদ্‌যাপন

জাঁকজমকপূর্ণ আয়োজনের মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। গতকাল ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের আলাদাভাবে নানা আয়োজনে দিবসটি উদ্‌যাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয়স্তম্ভের সামনে গতকাল ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমেই জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নেতৃত্বে বিজয়স্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জায়েদুল আলমের নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ইমতিয়াজের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা পরিষদ, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, এলজিইডি, লেডিস ক্লাবসহ নারায়ণগঞ্জের সব সরকারি কার্যালয়। এ ছাড়া শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জেলা সদর ছাড়াও বিভিন্ন নারায়ণগঞ্জের উপজেলাগুলোতেও নানা আয়োজনে উদ্‌যাপিত সুবর্ণজয়ন্তী হয়েছে বিজয়ের।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা শহরের মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন। জেলার উপজেলাগুলোতে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে।

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় উপজেলার মন্যু ব্যাপারীর ঢালে শহীদ স্মৃতিস্তম্ভে ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন।

এ ছাড়া ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের ছিল নানা আয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত