Ajker Patrika

‘পাহাড়ে শান্তি, উন্নয়ন প্রতিষ্ঠায় বিশেষভাবে নজর দিতে হবে’

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১২: ৫৮
‘পাহাড়ে শান্তি, উন্নয়ন প্রতিষ্ঠায় বিশেষভাবে নজর দিতে হবে’

পার্বত্য চট্টগ্রামে শান্তি, উন্নয়ন, সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামের দিকে নজর দিতে হবে। তবেই এলাকাটি দেশের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে। বলেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।

গতকাল বুধবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদ ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর এসব কথা বলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে এই সভা হয়।

পার্বত্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের দুঃখ-কষ্ট বোঝেন বলেই পার্বত্য চুক্তি সম্পাদন করেছেন। এ চুক্তির আলোকে পার্বত্য  মন্ত্রণালয়, তিন পার্বত্য জেলা পরিষদ গঠন করেছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তবে চুক্তি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। এ চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাস্তবায়ন করবেন।’

বীর বাহাদুর আরও বলেন, ‘অতীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (পাচউবো) প্রাণিসম্পদ, কৃষি, বিদ্যুৎ, স্বাস্থ্য ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করেছিল। কিন্তু এ বোর্ডের কাছে সংশ্লিষ্ট কোনো এক্সপার্ট ছিল না। ফলে এসব প্রকল্প সাফল্যের মুখ দেখেনি। অথচ জেলা পরিষদের কাছে সমস্ত এক্সপার্ট বিদ্যমান আছে। এদের দিয়ে সরকারি প্রকল্পগুলো বাস্তবায়ন করা হলে প্রকল্পের উদ্দেশ্য পূরণ হবে। তাই আগামীতে উন্নয়ন বোর্ডকে শুধু সড়ক অবকাঠামো প্রকল্প দেওয়া হবে। বাকিগুলো জেলা পরিষদের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের তৈরি প্রকল্প গ্রহণ করা হবে।

সংসদ সদস্য বীর বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষা নিয়ে যারা দুর্নীতি করবে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পাহাড়ের ছেলেমেয়েদের 
মানুষ করতে হবে। তাদের পড়াতে দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।’ মেধাবীদের নিয়োগের বিষয়ে জেলা পরিষদকে নির্দেশ দেন বীর বাহাদুর।

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার। সভায় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমা, প্রবর্তক চাকমা, সিভিল সার্জন বিপাশ খীসা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত