চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় যাত্রীবেশে ইজিবাইকে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা মাহফুজ (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন বলে জানা গেছে। এ সময় টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী। গত বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাহফুজ আলমডাঙ্গা উপজেলায় নাগদহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগান পাড়ায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাহফুজ বলেন, ‘আমার বাবা সৌদি আরব থেকে আমার ফুপা আনোয়ার হোসেনের কাছে টাকা পাঠান। বুধবার সেই টাকা আনতে আলমডাঙ্গায় যাই আমি। পরে ফুপার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে আলমডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইকে উঠে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিই। এ সময় ইজিবাইকে তিন থকে চারজন যাত্রী ছিলেন। মুন্সিগঞ্জ এলাকা পার হয়ে একটি ফাঁকা স্থানে পৌঁছালে ইজিবাইকে থাকা যাত্রীরা আমার ওপর আচমকা হামলা চালান। আমি তাঁদের প্রতিরোধ করার চেষ্টা করলে চলন্ত ইজিবাইকের মধ্যেই আমার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে আঘাত করা হয়। এ সময় হামলাকারীদের মধ্যে থেকে কেউ একজন চেতনানাশক স্প্রে করলে আমি অচেতন হয়ে পড়ি। এ সময় আমার কাছে সব মিলিয়ে ৩৪ হাজার টাকা ছিল। হামলাকারীরা আমার কাছ থেকে সব টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। তা ছাড়া আমার মোবাইলে বিকাশ অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা ছিল।
মাহফুজের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগান পাড়ার পুরোনো কবরস্থানের পাশে মাহফুজকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক ভ্যান চালক। পরে স্থানীয়রা মাহফুজকে শনাক্ত করলে ওই ভ্যানচালক মাহফুজকে তাঁর ভাড়া করা বাসার সামনে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা মাহফুজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিয়াদাস জামান বলেন, ‘মাহফুজের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর অবস্থা শঙ্কামুক্ত।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
চুয়াডাঙ্গায় যাত্রীবেশে ইজিবাইকে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা মাহফুজ (২১) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছেন বলে জানা গেছে। এ সময় টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী। গত বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাহফুজ আলমডাঙ্গা উপজেলায় নাগদহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগান পাড়ায় মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে মাহফুজ বলেন, ‘আমার বাবা সৌদি আরব থেকে আমার ফুপা আনোয়ার হোসেনের কাছে টাকা পাঠান। বুধবার সেই টাকা আনতে আলমডাঙ্গায় যাই আমি। পরে ফুপার কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে আলমডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি ইজিবাইকে উঠে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিই। এ সময় ইজিবাইকে তিন থকে চারজন যাত্রী ছিলেন। মুন্সিগঞ্জ এলাকা পার হয়ে একটি ফাঁকা স্থানে পৌঁছালে ইজিবাইকে থাকা যাত্রীরা আমার ওপর আচমকা হামলা চালান। আমি তাঁদের প্রতিরোধ করার চেষ্টা করলে চলন্ত ইজিবাইকের মধ্যেই আমার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে আঘাত করা হয়। এ সময় হামলাকারীদের মধ্যে থেকে কেউ একজন চেতনানাশক স্প্রে করলে আমি অচেতন হয়ে পড়ি। এ সময় আমার কাছে সব মিলিয়ে ৩৪ হাজার টাকা ছিল। হামলাকারীরা আমার কাছ থেকে সব টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। তা ছাড়া আমার মোবাইলে বিকাশ অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা ছিল।
মাহফুজের পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যার পর চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগান পাড়ার পুরোনো কবরস্থানের পাশে মাহফুজকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক ভ্যান চালক। পরে স্থানীয়রা মাহফুজকে শনাক্ত করলে ওই ভ্যানচালক মাহফুজকে তাঁর ভাড়া করা বাসার সামনে নিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা মাহফুজকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিয়াদাস জামান বলেন, ‘মাহফুজের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাঁর অবস্থা শঙ্কামুক্ত।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে