Ajker Patrika

সভাপতির বিরুদ্ধ মিথ্যাচারের প্রতিবাদ

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১২: ১৯
সভাপতির বিরুদ্ধ মিথ্যাচারের প্রতিবাদ

কালকিনি উপজেলার সমিতিরহাট এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা (ম্যানেজিং) কমিটির সভাপতি আবুল হাসনাত পলিন ও বিদ্যালয়ের শিক্ষক আজাদ রহমানকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে জানা যায়, সম্প্রতি কালকিনির সমিতিরহাট এলাকায় জুলহাস হোসেন নামে এক ব্যক্তিকে আঘাত করে দুর্বৃত্তরা। সমিতিরহাট এ কে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাসনাত পলিন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটে বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়। এ ঘটনার সঙ্গে বিদ্যালয়ের সভাপতি আবুল হাসনাত পলিন জড়িত নন বলে দাবি করেন। পরে এলাকাবাসী এর প্রতিবাদে মানববন্ধন করেন।

এ সময় অপপ্রচার বন্ধ করে সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি করেন তাঁরা। সেই সঙ্গে বিদ্যালয় নিয়ে মিথ্যাচার বন্ধ করে সঠিক তথ্য তুলে ধরার দাবি জানান আবুল হাসনাত পলিন। তিনি বলেন, ‘সমিতিরহাট এ কে মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এ বিদ্যালয়ে দুই মেয়াদে আমি ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি। কিন্তু সম্প্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে একটি পক্ষ অপপ্রচার করছে। যেখানে আমাকে জড়িয়ে জুলহাস নামে একটি ব্যক্তিকে বিদ্যালয়ে নিয়ে আঘাত করেছি বলেও ভুল তথ্য প্রচার করা হয়। অথচ এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।’

সমিতিহাট এলাকার জুলহাস নামে ওই ব্যক্তিকে এলাকায় পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত