Ajker Patrika

স্ত্রীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় রফা

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮: ০২
স্ত্রীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় রফা

বরিশালের আগৈলঝাড়ার হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গৃহবধূ রাশিদা বেগমকে হত্যার আট ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে অংশ নেওয়া স্বামীর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রাশিদার স্বামী তামিমকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানা-পুলিশ।

প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত তিনজনই পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত হাতুড়ি, দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন, রক্তমাখা জামাকাপড়, জুতাসহ একটি মাহেন্দ্র।

গ্রেপ্তার করা তিনজনকে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য গতকাল শুক্রবার সকালে বরিশাল আদালতে পাঠানো হয়েছে। এদিকে নিহত রাশিদার লাশ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার এশার নামাজের পর নিজ গ্রাম আগৈলঝাড়ার নগরবাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে। রাশিদার দশ মাসের শিশুপুত্র তানিম ও আগের ঘরের ছেলেরা বর্তমানে তাদের মামা বাড়িতে রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, নিহত রাশিদার স্বামী গোপালগঞ্জ সদর থানার বেতগ্রামের তামিম শেখ (৪২), টাকার বিনিময়ে চুক্তি করা হত্যাকারী কোটালীপাড়া থানার তারাশি গ্রামের রুবেল দাড়িয়া (৩৫) ও বেতগ্রামের মাহেন্দ্র চালক জুলহাস শেখ (৪২)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম ছরোয়ার জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মাহেন্দ্র চালক জুলহাসের মাহেন্দ্রতে করে রাশিদাকে তামিম ও তাঁর বন্ধু রুবেল সদর থানার ঠুটামান্দ্রা বিলের মধ্যে নিয়ে যান। জনশূন্য ওই বিলে রাশিদাকে মাহেন্দ্র থেকে নামিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে রুবেল দাড়িয়া। তারপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে ঘাতকেরা।

এর আগে স্বামী তামিম স্ত্রী রাশিদাকে হত্যার জন্য রুবেল ও জুলহাসের সঙ্গে ৫০ হাজার টাকার রফা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা (তদন্ত) মাজহারুল ইমলাম জানান, দাম্পত্য কলহের জের ধরে রাশিদাকে হত্যার পরিকল্পনা করে হত্যাকারীরা।

লাশ উদ্ধারের পরে ওই রাতেই অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঘাতক স্বামী তামিমকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে ঘাতক তামিমের অপর দুই সহযোগী রুবেল দাড়িয়া ও জুলহাস শেখকে গোপালগঞ্জ ও বেতগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

রাশিদা হত্যার ঘটনায় নিহতের ভাই আল আমিন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় বৃহস্পতিবার হত্যা মামলা দায়ের করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত