সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় খালের ওপর সড়ক ও জনপথের (সওজ) নির্মিত সেতুর একাংশ ভেঙে পণ্যবাহী একটি ট্রাক খাদে পড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রিকশায় চলাচল করছেন।
সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার, কুমিল্লার মেঘনা উপজেলা ও আড়াইহাজার উপজেলার বাসিন্দাদের চলাচলের একমাত্র পথ এটি। দীর্ঘদিন ধরেই উপজেলার মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কের সাহাপুর এলাকার সওজের রাস্তায় নির্মিত সেতুটির একাংশ ভেঙে রয়েছে। সেতুর মাঝখানের একটি বড় অংশ ধসে বিশাল গর্ত তৈরি হয় এবং সেতুর রেলিং ভেঙে যায়। সেতুটির কয়েকটি অংশ ধসে যাওয়ার পাশাপাশি পুরো সেতুতে ফাটলও দেখা দিয়েছে। ফলে সেতু দিয়ে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। পরে সড়ক ও জনপথ বিভাগ সেতুর মাঝে একটি স্টিলের প্লেট বসিয়ে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
জানা যায়, গতকাল টাইলস ভর্তি ওই ট্রাক সেতুর একাংশ এবং রেলিং ভেঙে খালে পড়ে যায়। এতে ট্রাকের চালক আক্তার হোসেন ও সহকারী গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, সেতুটি থেকে কয়েক শ ফুট সামনে গেলেই বৈদ্যেরবাজার ঘাট, যেখানে প্রতিদিন নদীর অপর প্রান্তের হাজার হাজার মানুষ এ প্রান্ত দিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। শুধু তা-ই নয়, প্রতিদিন ঐতিহাসিক এই ঘাটে মেঘনা নদী থেকে মাছ ধরে জেলেরা বাজার বসাচ্ছে। এলাকার মানুষসহ এই সেতু দিয়ে শত শত যানবাহন চলাচল করছে। সেতুর ওপারে নদীর ঘাটে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। যাদের মালবাহী লরি/ট্রাক এই সেতুর ওপর দিয়েই চলাচল করছে প্রতিনিয়ত।
স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, এ সেতু দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। তা ছাড়া এলাকায় বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও কোম্পানির মালামাল আনা-নেওয়া করতে হয়। ঝুঁকি নিয়েই মানুষকে চলাচল করতে হচ্ছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। ভারী যান চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেতুর রেলিং ভেঙে ট্রাক খালে পড়ে যাওয়ার খবর শুনেছি। এ সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা করে নকশা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ হলেই এ সেতুর কাজ শুরু হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাহাপুর এলাকায় খালের ওপর সড়ক ও জনপথের (সওজ) নির্মিত সেতুর একাংশ ভেঙে পণ্যবাহী একটি ট্রাক খাদে পড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে রিকশায় চলাচল করছেন।
সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার, কুমিল্লার মেঘনা উপজেলা ও আড়াইহাজার উপজেলার বাসিন্দাদের চলাচলের একমাত্র পথ এটি। দীর্ঘদিন ধরেই উপজেলার মোগরাপাড়া-বৈদ্যেরবাজার সড়কের সাহাপুর এলাকার সওজের রাস্তায় নির্মিত সেতুটির একাংশ ভেঙে রয়েছে। সেতুর মাঝখানের একটি বড় অংশ ধসে বিশাল গর্ত তৈরি হয় এবং সেতুর রেলিং ভেঙে যায়। সেতুটির কয়েকটি অংশ ধসে যাওয়ার পাশাপাশি পুরো সেতুতে ফাটলও দেখা দিয়েছে। ফলে সেতু দিয়ে চলাচল বেশ ঝুঁকিপূর্ণ। পরে সড়ক ও জনপথ বিভাগ সেতুর মাঝে একটি স্টিলের প্লেট বসিয়ে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।
জানা যায়, গতকাল টাইলস ভর্তি ওই ট্রাক সেতুর একাংশ এবং রেলিং ভেঙে খালে পড়ে যায়। এতে ট্রাকের চালক আক্তার হোসেন ও সহকারী গুরুতর আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা যায়, সেতুটি থেকে কয়েক শ ফুট সামনে গেলেই বৈদ্যেরবাজার ঘাট, যেখানে প্রতিদিন নদীর অপর প্রান্তের হাজার হাজার মানুষ এ প্রান্ত দিয়ে ঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে। শুধু তা-ই নয়, প্রতিদিন ঐতিহাসিক এই ঘাটে মেঘনা নদী থেকে মাছ ধরে জেলেরা বাজার বসাচ্ছে। এলাকার মানুষসহ এই সেতু দিয়ে শত শত যানবাহন চলাচল করছে। সেতুর ওপারে নদীর ঘাটে বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। যাদের মালবাহী লরি/ট্রাক এই সেতুর ওপর দিয়েই চলাচল করছে প্রতিনিয়ত।
স্থানীয় সাহাপুর গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, এ সেতু দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। তা ছাড়া এলাকায় বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও কোম্পানির মালামাল আনা-নেওয়া করতে হয়। ঝুঁকি নিয়েই মানুষকে চলাচল করতে হচ্ছে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। ভারী যান চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেতুর রেলিং ভেঙে ট্রাক খালে পড়ে যাওয়ার খবর শুনেছি। এ সেতু নির্মাণের জন্য মাটি পরীক্ষা করে নকশা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ হলেই এ সেতুর কাজ শুরু হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে