Ajker Patrika

সেমিফাইনালে রাঘবদাইড় ইউনিয়ন

মাগুরা প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ১১
সেমিফাইনালে রাঘবদাইড় ইউনিয়ন

মাগুরায় শেখ কামাল উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ কোয়াটার ফাইনাল খেলায় রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ সেমিফাইনালে উঠেছে। এর মধ্যে দিয়ে মাগুরা বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের চারটি দল এখন সেমিফাইনালে।

গত শুক্রবার বিকেলে সদরের রাউতড়া স্কুল মাঠে রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ জগদল ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় উভয় দল ১ম ও ২য় অর্ধে আক্রমণ পাল্টা আক্রমণ চালায়। নির্ধারিত খেলা শেষে কোনো দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পরে টাইব্রেকারে রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ৪-৩ গোলে জগদল ইউপি ফুটবল দলকে পরাজিত করে জয়ী হয়।

শেষ কোয়ার্টার ফাইনাল শেষে রাঘবদাইড় ইউনিয়ন পরিষদ ফুটবল দলের সেরা খেলোয়াড় আবু দাউদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সভানেত্রী প্রফেসর ড. মোছা. নাছরিন আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুক্য়ানা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফাজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীর, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল উপস্থিত ছিলেন।

মাগুরা সদরের ১৩ ইউনিয়নের অংশ গ্রহণে সদর উপজেলা ক্রীড়া সংস্থা মাগুরা এ টুর্নামেন্টের আয়োজন করেছে। আগামী ৩ জানুয়ারী শত্রুজিৎপুর মাঠে ১ম সেমিফাইনাল খেলায় বগিয়া ইউনিয়ন পরিষদ মুখোমুখি হবে কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত