Ajker Patrika

জেলা পরিষদের চাকরিতে দুর্গম অঞ্চলের প্রার্থীরা ও

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৫
জেলা পরিষদের চাকরিতে দুর্গম অঞ্চলের প্রার্থীরা ও

পাওরং ম্রো। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নের জারুলছড়ির বাসিন্দা। তিনি এবার রাঙামাটি জেলা পরিষদের পরিবার কল্যাণ সহকারী পদে চাকরি পেয়েছেন। অনুভূতি জানতে চাইলে বলেন, ‘আমার মা-বাবা দুজনই কৃষিকাজ করেন। তাঁদের পক্ষে আমার চাকরির জন্য ঘুষ দেওয়া সম্ভব না। অভিজ্ঞতা নিতেই পরীক্ষায় অংশ নিয়েছিলাম। পরীক্ষা দিতে যাওয়ার গাড়ি ভাড়া পর্যন্ত ছিল না। এলাকার কয়েকজন আত্মীয়ের সহযোগিতায় পরীক্ষা দিতে পেরেছি। চাকরি পেয়েছি। আমি কল্পনাও করিনি চাকরিটা পাব। এখন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।’

একই ইউনিয়নের মালছড়াপাড়া গ্রামের উনুপ্রু মারমা বলেন, ‘মা-বাবা দুজনই কৃষিকাজ করেন। আমাদের পক্ষে টাকা দিয়ে চাকরি পাওয়া সম্ভব ছিল না। কিন্তু শুধু পে-অর্ডারের টাকা এবং ফটোকপির টাকাসহ সব মিলিয়ে ৪০০ টাকা খরচ হয়েছে। চাকরিটা পেয়ে অবিশ্বাস্য লাগছে।’

জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নে কলাবন ছড়ার বাসিন্দা কমলা চাকমা বলেন, ‘টাকা ছাড়া জেলা পরিষদে চাকরি হয় না বলে শুনতাম। তারপরও অভিজ্ঞতা নিতে আবেদন করি। চূড়ান্ত পরীক্ষায় আমার নাম আসে। চাকরি পেয়ে যাই। এ জন্য আমার কাউকে কোনো ঘুষ দিতে হয়নি।’

রাঙামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ও পরীক্ষার সদস্যসচিব আনোয়ারুল আজিম বলেন, ‘আমরা পরীক্ষা শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেছি।’

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর এটি আমার প্রথম নিয়োগ। এবারের নিয়োগ পরীক্ষায় রাঙামাটিতে বসবাসরত কোনো ক্ষুদ্র জাতিসত্তার প্রার্থী বাদ যায়নি। এ প্রার্থীদের খুঁজে খুঁজে আমি নিয়োগ দিয়েছি। রাঙামাটির দুর্গম এলাকা, যেখানে কোনো সরকারি চাকরিজীবী নেই, এসব এলাকা থেকে আসা প্রার্থীদের চাকরি দিয়েছি। এবারের নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে।’

জেলা পরিষদের তথ্যমতে, পরিবার পরিকল্পনা বিভাগের কর্তৃপক্ষ মোট ৯টি পদের বিপরীতে ১০৪ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় জেলা পরিষদ। এতে পাঁচটি পদে আবেদনপত্র জমা পড়ে ৯ হাজার ১৬৮টি। ত্রুটিপূর্ণ আবেদন বাদ দিয়ে ৭ হাজার ৫৬৭ জনের নামে প্রবেশপত্র বিতরণ করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬ হাজার ১৫৯ জন। মৌখিক পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৪০৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত