আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
যশোরে ঈদুল আজহা উপলক্ষে ১ লাখ ৮৫ হাজার ২৫২ পরিবারকে বিনা মূল্যে চাল দেবে সরকার। অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রমের অংশ হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবে। তবে গত বছরের তুলনায় এবার বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে।
যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার আট উপজেলার ৯৩ ইউনিয়নে ও আট পৌরসভায় এবার সুবিধাভোগীর সংখ্যা কমেছে ১ লাখ ২৫ হাজার ৫৪৬ জন; যা গত ঈদ উল আজহা বরাদ্দের প্রায় অর্ধেক। গত ঈদুল আজহায় জেলায় উপকারভোগীর সংখ্যা ছিল ৩ লাখ ১০ হাজার ৭৯৮ জন। তবে পৌরসভাগুলোতে বরাদ্দ কমেনি। ৯ জুলাইয়ের মধ্যে এ চাল সরকারি খাদ্যগুদাম থেকে তুলে বিনা মূল্যে বিতরণ করার জন্য গত ৩ জুলাই যশোর জেলা প্রশাসক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ঈদুল ফিতর উপলক্ষে যশোর জেলায় এক লাখ ৮৫ হাজার ২৫২ জন উপকারভোগীর জন্য বিনা মূল্যের ১০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার। এতে দেখা গেছে, বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। আবার কিছু কিছু উপজেলায় বরাদ্দ বেড়েছে। তবে গত ঈদুল ফিতরেও একই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দ পর্যালোচনা করে দেখা যায়, ঈদুল আজাহার চেয়ে যশোরের ৮ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ৪৪ হাজার ৫৭২ জন উপকারভোগী কমেছে ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নে। এ বছর ইউনিয়নগুলোতে ১৫ হাজার ১৯৩ জন উপকারভোগী বিনা মূল্যের ১০ কেজি চাল পাবেন। অপরদিকে, যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নে এ বছর বেড়েছে ৮ হাজার ৩৯১ জন উপকারভোগী। এ উপজেলায় এবার উপকারভোগী ৩১ হাজার ২৬৪ জন।
এ ছাড়া চৌগাছা উপজেলায় এ বছর ১২ হাজার ৪৩৯ উপকারভোগী বিনা মূল্যের ১০ কেজি চাল পাবেন। গত বছর ১১ ইউনিয়নে ছিল ৪৬ হাজার ৭৩৫ জন। উপকারভোগী কমেছে ৩৪ হাজার ২৯৬ জন।
মনিরামপুর উপজেলায় এবার উপকারভোগী ২৯ হাজার ৬৮৮ জন। গত বছর ছিল ৬৩ হাজার ৭৬২ জন। এ উপজেলায় উপকারভোগী কমেছে ৩৪ হাজার ৭৪। কেশবপুর উপজেলায় উপকারভোগী ১৬ হাজার ৯১৬ জন। গত বছর ছিল ১৫ হাজার ১৩০ জন। এ ঈদে উপজেলার ১১ ইউনিয়নে উপকারভোগী বেড়েছে ১ হাজার ৭৮৬ জন। এ ছাড়া শার্শায় ১১ ইউনিয়নে এ বছর উপকারভোগী ২৩ হাজার ৫৫২ জন। গত বছর উপকারভোগীর সংখ্যা ছিল ২০ হাজার ১৭০ জন। উপকারভোগী বেড়েছে ৩ হাজার ৩৮২ জন। বাঘারপাড়া উপকারভোগীর সংখ্যা ১৬ হাজার ৩২৯ জন। আগে ছিল ১০ হাজার ৫৭৭ জন। অভয়নগর উপজেলার ৮ ইউনিয়নের ৯ হাজার ৬৪ জনকে এই ১০ কেজি করে চাল বিনা মূল্যে দেওয়া হবে। আগে ছিল ৪০ হাজার ৯৭৯। এখানে উপকারভোগী কমেছে ৩১ হাজার ৯১৫ জন।
অপরদিকে যশোর, কেশবপুর, বেনাপোল, নওয়াপাড়া ও মনিরামপুর পৌরসভার প্রত্যেকটিতে ৪ হাজার ৬২১ জন করে, ঝিকরগাছা ও চৌগাছা পৌরসভার প্রত্যেকটিতে ৩ হাজার ৮১ জন করে এবং বাঘারপাড়া পৌরসভার এক হাজার ৫৪০ জন সুবিধাভোগী পাবেন ১০ কেজি করে চাল।
চৌগাছার পাশাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, ‘গত কোরবানিতেও আমার ইউনিয়নের ৪ হাজার ২৮৯ জনকে এই চাল দেওয়া হয়। এবার বরাদ্দ মাত্র ১ হাজার ১৪২ জনের। ফলে বিতরণে সমস্যার সৃষ্টি হবে। আমার ইউনিয়নটি দরিদ্র এলাকা। কম-বেশি পাঁচ হাজার দরিদ্র পরিবারের বসবাস এখানে। যারা সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সহায়তা নিয়ে পরিবার চালিয়ে থাকেন।’
চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, ‘গত ঈদুল আজহায় আমার ইউনিয়নে ৪ হাজার ৫০৫ জনকে ভিজিএফের চাল দেওয়া হয়। এবার মাত্র ১ হাজার ১৯৮ জনকে বরাদ্দ দেওয়া হয়েছে; যা গতবারের প্রায় চার ভাগের এক ভাগ। গত ঈদুল ফিতরের মতো চাল বিতরণ করতে আবার বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ রিজিবুল ইসলাম বলেন, ‘পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্যের হারের প্রতিবেদনের ভিত্তিতে গত ঈদুল ফিতরের সমপরিমাণ বরাদ্দ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে গত বছরের তুলনায় মোট বরাদ্দ কমলেও কোনো কোনো উপজেলায় বরাদ্দ বেড়েছে, আবার কোনো কোনো উপজেলায় বরাদ্দ উল্লেখযোগ্য হারে কমেছে। ঈদের আগেই বিনা মূল্যে ১০ কেজি চাল বিতরণ করা হবে।’
যশোরে ঈদুল আজহা উপলক্ষে ১ লাখ ৮৫ হাজার ২৫২ পরিবারকে বিনা মূল্যে চাল দেবে সরকার। অতি দরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রমের অংশ হিসেবে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল পাবে। তবে গত বছরের তুলনায় এবার বরাদ্দ প্রায় অর্ধেকে নেমে এসেছে।
যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার আট উপজেলার ৯৩ ইউনিয়নে ও আট পৌরসভায় এবার সুবিধাভোগীর সংখ্যা কমেছে ১ লাখ ২৫ হাজার ৫৪৬ জন; যা গত ঈদ উল আজহা বরাদ্দের প্রায় অর্ধেক। গত ঈদুল আজহায় জেলায় উপকারভোগীর সংখ্যা ছিল ৩ লাখ ১০ হাজার ৭৯৮ জন। তবে পৌরসভাগুলোতে বরাদ্দ কমেনি। ৯ জুলাইয়ের মধ্যে এ চাল সরকারি খাদ্যগুদাম থেকে তুলে বিনা মূল্যে বিতরণ করার জন্য গত ৩ জুলাই যশোর জেলা প্রশাসক স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ঈদুল ফিতর উপলক্ষে যশোর জেলায় এক লাখ ৮৫ হাজার ২৫২ জন উপকারভোগীর জন্য বিনা মূল্যের ১০ কেজি চাল বরাদ্দ দেয় সরকার। এতে দেখা গেছে, বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের অনুকূলে বরাদ্দের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। আবার কিছু কিছু উপজেলায় বরাদ্দ বেড়েছে। তবে গত ঈদুল ফিতরেও একই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দ পর্যালোচনা করে দেখা যায়, ঈদুল আজাহার চেয়ে যশোরের ৮ উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ৪৪ হাজার ৫৭২ জন উপকারভোগী কমেছে ঝিকরগাছা উপজেলার ১১ ইউনিয়নে। এ বছর ইউনিয়নগুলোতে ১৫ হাজার ১৯৩ জন উপকারভোগী বিনা মূল্যের ১০ কেজি চাল পাবেন। অপরদিকে, যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নে এ বছর বেড়েছে ৮ হাজার ৩৯১ জন উপকারভোগী। এ উপজেলায় এবার উপকারভোগী ৩১ হাজার ২৬৪ জন।
এ ছাড়া চৌগাছা উপজেলায় এ বছর ১২ হাজার ৪৩৯ উপকারভোগী বিনা মূল্যের ১০ কেজি চাল পাবেন। গত বছর ১১ ইউনিয়নে ছিল ৪৬ হাজার ৭৩৫ জন। উপকারভোগী কমেছে ৩৪ হাজার ২৯৬ জন।
মনিরামপুর উপজেলায় এবার উপকারভোগী ২৯ হাজার ৬৮৮ জন। গত বছর ছিল ৬৩ হাজার ৭৬২ জন। এ উপজেলায় উপকারভোগী কমেছে ৩৪ হাজার ৭৪। কেশবপুর উপজেলায় উপকারভোগী ১৬ হাজার ৯১৬ জন। গত বছর ছিল ১৫ হাজার ১৩০ জন। এ ঈদে উপজেলার ১১ ইউনিয়নে উপকারভোগী বেড়েছে ১ হাজার ৭৮৬ জন। এ ছাড়া শার্শায় ১১ ইউনিয়নে এ বছর উপকারভোগী ২৩ হাজার ৫৫২ জন। গত বছর উপকারভোগীর সংখ্যা ছিল ২০ হাজার ১৭০ জন। উপকারভোগী বেড়েছে ৩ হাজার ৩৮২ জন। বাঘারপাড়া উপকারভোগীর সংখ্যা ১৬ হাজার ৩২৯ জন। আগে ছিল ১০ হাজার ৫৭৭ জন। অভয়নগর উপজেলার ৮ ইউনিয়নের ৯ হাজার ৬৪ জনকে এই ১০ কেজি করে চাল বিনা মূল্যে দেওয়া হবে। আগে ছিল ৪০ হাজার ৯৭৯। এখানে উপকারভোগী কমেছে ৩১ হাজার ৯১৫ জন।
অপরদিকে যশোর, কেশবপুর, বেনাপোল, নওয়াপাড়া ও মনিরামপুর পৌরসভার প্রত্যেকটিতে ৪ হাজার ৬২১ জন করে, ঝিকরগাছা ও চৌগাছা পৌরসভার প্রত্যেকটিতে ৩ হাজার ৮১ জন করে এবং বাঘারপাড়া পৌরসভার এক হাজার ৫৪০ জন সুবিধাভোগী পাবেন ১০ কেজি করে চাল।
চৌগাছার পাশাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ বলেন, ‘গত কোরবানিতেও আমার ইউনিয়নের ৪ হাজার ২৮৯ জনকে এই চাল দেওয়া হয়। এবার বরাদ্দ মাত্র ১ হাজার ১৪২ জনের। ফলে বিতরণে সমস্যার সৃষ্টি হবে। আমার ইউনিয়নটি দরিদ্র এলাকা। কম-বেশি পাঁচ হাজার দরিদ্র পরিবারের বসবাস এখানে। যারা সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সহায়তা নিয়ে পরিবার চালিয়ে থাকেন।’
চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হাসান বলেন, ‘গত ঈদুল আজহায় আমার ইউনিয়নে ৪ হাজার ৫০৫ জনকে ভিজিএফের চাল দেওয়া হয়। এবার মাত্র ১ হাজার ১৯৮ জনকে বরাদ্দ দেওয়া হয়েছে; যা গতবারের প্রায় চার ভাগের এক ভাগ। গত ঈদুল ফিতরের মতো চাল বিতরণ করতে আবার বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ রিজিবুল ইসলাম বলেন, ‘পরিসংখ্যান ব্যুরোর দারিদ্র্যের হারের প্রতিবেদনের ভিত্তিতে গত ঈদুল ফিতরের সমপরিমাণ বরাদ্দ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে গত বছরের তুলনায় মোট বরাদ্দ কমলেও কোনো কোনো উপজেলায় বরাদ্দ বেড়েছে, আবার কোনো কোনো উপজেলায় বরাদ্দ উল্লেখযোগ্য হারে কমেছে। ঈদের আগেই বিনা মূল্যে ১০ কেজি চাল বিতরণ করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে