হবিগঞ্জের ৮ ইউপিতে ভোট ৩১ জানুয়ারি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ০৫: ০১
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৫: ২০

ষষ্ঠ ধাপে হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতটি এবং শায়েস্তাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হবে ৩১ জানুয়ারি। গত শনিবার এই আট ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করেন বাংলাদেশ ইলেকশন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী বাহুবল উপজেলার সব কটি (সাত) ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও শায়েস্তাগঞ্জ উপজেলার শুধুমাত্র শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এই উপজেলার বাকি দুই ইউপির (নুরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন) মেয়াদ শেষ না হওয়ায় এখনই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

ইসি সচিব জানান,৬ষ্ঠ ধাপের সবকটি ইউপিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ইউপি নির্বাচনের প্রথম ধাপে হবিগঞ্জ জেলার কোনো ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় ধাপে আজমিরীগঞ্জের পাঁচ ইউপি, তৃতীয় ধাপে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার ২১ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে বানিয়াচং উপজেলার ১৫টির মধ্যে ১৪ ও লাখাই উপজেলার ছয়টি ইউপিতে ভোট গ্রহণ আগামী ২৬ ডিসেম্বর। পঞ্চম ধাপে চুনারুঘাট উপজেলার ১০ ও মাধবপুর উপজেলার ১১টি ইউপিতে ভোটগ্রহণ আগামী ৫ জানুয়ারি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত