নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বজুড়ে আতঙ্ক হয়ে উঠছে করোনার নতুন ধরন ওমিক্রন। এখনো থামেনি ডেলটার ভয়াবহতা। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বরং সংক্রমণ মাঝে মাঝেই বেড়ে যাচ্ছে, যা বিশেষজ্ঞদের ভয় বাড়িয়ে দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আগের দিন দেশে ২৯১ জন করোনা রোগী শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় তা ৩৫২ জনে উঠেছে। গত আট দিনের মধ্যে যা সর্বোচ্চ শনাক্ত। নতুন আক্রান্তদের মধ্যে তিন শ জনই ঢাকা বিভাগের।
তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ বাড়লেও আগের দিনের মতোই গতকাল বুধবারও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া একমাত্র ষাটোর্ধ্ব ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। এতে করে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫৩ জনে ঠেকেছে।
এদিকে করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম আবারও সতর্ক বলেছেন, যেকোনো মুহূর্তে দেশে পরিস্থিতি খারাপ হতে পারে। ওমিক্রনের বিস্তার সেই শঙ্কা আরও বাড়াচ্ছে।
তিনি বলেন, বেশ কিছু দিন ধরে সংক্রমণের মাত্রা দুই শতাংশের ঘরে থাকলেও আত্মহারা হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ ভারতেও ওমিক্রনের বিস্তার ঘটছে। এ জন্য আমাদের স্বাস্থ্যবিধির প্রতি জোর দিতে হবে। মাস্ক পরতে হবে।
এদিকে, ভারতে বেড়েই চলেছে ওমিক্রনের সংক্রমণ। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আজ বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্র ও দিল্লিতে। তাই এবার বড়দিন বা ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে দিল্লি। ইতিমধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কারণ দিল্লিতেই ৫৩টি ওমিক্রন সংক্রমণের নমুনা মিলেছে। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দু শ ছাড়িয়ে গিয়েছে।
এমনকি চীনের উত্তরাঞ্চলীয় শহর জিয়ানে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে কঠোর লকডাউন জারি করা হচ্ছে। এতে শহরটির এক কোটি ৩০ লাখ মানুষকে এখন ঘরবন্দী থাকতে হবে। স্থানীয় সময় আজ থেকে শহরটিতে কঠোর লকডাউন শুরু হওয়ার কথা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নভেম্বরের দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ওমিক্রন এখন পর্যন্ত বিশ্বের ১০৬টি দেশে ছড়িয়েছে। সেভাবে প্রাণহানির খবর না পাওয়া গেলেও এর বিস্তার ডেলটার চেয়েও পরিস্থিতি খারাপ হতে পারে বলেও আশঙ্কা সংস্থাটির।
বিশ্বজুড়ে আতঙ্ক হয়ে উঠছে করোনার নতুন ধরন ওমিক্রন। এখনো থামেনি ডেলটার ভয়াবহতা। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো হলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বরং সংক্রমণ মাঝে মাঝেই বেড়ে যাচ্ছে, যা বিশেষজ্ঞদের ভয় বাড়িয়ে দিচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আগের দিন দেশে ২৯১ জন করোনা রোগী শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় তা ৩৫২ জনে উঠেছে। গত আট দিনের মধ্যে যা সর্বোচ্চ শনাক্ত। নতুন আক্রান্তদের মধ্যে তিন শ জনই ঢাকা বিভাগের।
তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ বাড়লেও আগের দিনের মতোই গতকাল বুধবারও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া একমাত্র ষাটোর্ধ্ব ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। এতে করে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫৩ জনে ঠেকেছে।
এদিকে করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম আবারও সতর্ক বলেছেন, যেকোনো মুহূর্তে দেশে পরিস্থিতি খারাপ হতে পারে। ওমিক্রনের বিস্তার সেই শঙ্কা আরও বাড়াচ্ছে।
তিনি বলেন, বেশ কিছু দিন ধরে সংক্রমণের মাত্রা দুই শতাংশের ঘরে থাকলেও আত্মহারা হওয়ার কিছু নেই। যুক্তরাষ্ট্র, ইউরোপসহ ভারতেও ওমিক্রনের বিস্তার ঘটছে। এ জন্য আমাদের স্বাস্থ্যবিধির প্রতি জোর দিতে হবে। মাস্ক পরতে হবে।
এদিকে, ভারতে বেড়েই চলেছে ওমিক্রনের সংক্রমণ। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় আজ বৃহস্পতিবার পর্যালোচনা বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংক্রমণের হার সবচেয়ে বেশি মহারাষ্ট্র ও দিল্লিতে। তাই এবার বড়দিন বা ইংরেজি নববর্ষের অনুষ্ঠানে নানা ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে দিল্লি। ইতিমধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠান বা কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কারণ দিল্লিতেই ৫৩টি ওমিক্রন সংক্রমণের নমুনা মিলেছে। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দু শ ছাড়িয়ে গিয়েছে।
এমনকি চীনের উত্তরাঞ্চলীয় শহর জিয়ানে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শহরটিতে কঠোর লকডাউন জারি করা হচ্ছে। এতে শহরটির এক কোটি ৩০ লাখ মানুষকে এখন ঘরবন্দী থাকতে হবে। স্থানীয় সময় আজ থেকে শহরটিতে কঠোর লকডাউন শুরু হওয়ার কথা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নভেম্বরের দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ওমিক্রন এখন পর্যন্ত বিশ্বের ১০৬টি দেশে ছড়িয়েছে। সেভাবে প্রাণহানির খবর না পাওয়া গেলেও এর বিস্তার ডেলটার চেয়েও পরিস্থিতি খারাপ হতে পারে বলেও আশঙ্কা সংস্থাটির।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে