Ajker Patrika

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ মার্চ ২০২২, ১১: ৫২
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আগুন নেভানোর মহড়া

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল—‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবর:

নওগাঁ: গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান। এ সময় ইউএনও মির্জা ইমাম উদ্দিন, সহকারী কমিশনার মো. নিলয় রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপণ মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

ধামইরহাট: দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গণপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাণীনগর: সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ইউএনও সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ: জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় মহড়ার আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হাতেনাতে আগুন থেকে রক্ষার বিভিন্ন উপায় শেখানো হয়। ভূমিকম্প হলে করণীয়, বাসাবাড়িতে আগুন লাগলে নেভানোর উপায়, গ্যাস সিলিন্ডার ও শরীরে আগুন লাগলে নেভানোর উপায় প্রদর্শনী করা হয়।

পাবনা: দিবসটি উপলক্ষে আটঘরিয়ার দেবোত্তরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাজু আহমেদ, সহকারী প্রোগ্রামার মো. রোকনুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত