ভাঙাচোরা তিন গ্রামীণ রাস্তা যাতায়াতে দুর্ভোগ মানুষের

আলমগীর পাঠান, বেলাব
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৪: ১৭
Thumbnail image

নরসিংদীর বেলাব উপজেলার বেশির ভাগ গ্রামীণ সড়ক বেহাল হয়ে পড়েছে। এর মধ্যে অনেকগুলো কাঁচাসড়ক পাকা হলেও দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলোর বেশির ভাগই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে উপজেলার তিনটি গ্রামীণ রাস্তা বেহাল হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে।

এত দিনেও রাস্তাগুলোতে উন্নয়নের ছোঁয়া না লাগায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী মানুষেরা। একই সঙ্গে রাস্তাগুলো সংস্কার করে উপজেলাবাসীর কষ্টলাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।

উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলাবর বেশ কিছু গ্রামীণ রাস্তা পাকা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে এসব সড়ক যানবাহন ও মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ উপজেলার বেলাব, আমলাব ও নারায়ণপুরের তিনটি রাস্তা। এগুলো আবার স্থানীয় বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশের প্রধান পথ।

তবে গ্রামীণ রাস্তা ছাড়াও বেলাব উপজেলার আমলাব ও নারায়ণপুর বাজারের সড়কের অবস্থা অত্যন্ত খারাপ। একটু বৃষ্টি হলেই সড়কগুলো চলাচল অনুপযোগী হয়ে পড়ে। সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি, এলজিইডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একাধিক দল ওই সব এলাকা পরিদর্শন করে সড়ক ও রাস্তা মেরামতের আশ্বাস দিলেও এখনো তার দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি।

সরেজমিনে উপজেলার আমলাব বাজারে গিয়ে দেখা যায়, কাঠের তৈরি আসবাবপত্র ও কাঠের বাজারের জন্য বিখ্যাত এই বাজারের প্রবেশের প্রধান সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। হাঁটু সমান কাদা পানি, ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে মাটির এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন। এ রাস্তা দিয়ে প্রতিদিন একাধিক মালবাহী ট্রাক, রিক্সা, ট্রলি বাজারে আসবাবপত্র আনা-নেওয়া করা হয়।

জনগুরুত্বপূর্ণ আরেকটি রাস্তা নারায়ণপুর বাজারের। নারায়ণপুর সিএনজি স্ট্যান্ড থেকে চালপট্টি ও কলেজ হয়ে খেলার মাঠ পর্যন্ত প্রায়ই কাদা থাকে। এ রাস্তা স্থানীয় মানুষ ও যানবাহনের পাশাপাশি রাবেয়া মহাবিদ্যালয় ও সরাফতউল্লাহ উচ্চবিদ্যালয়ের শত শত শিক্ষার্থী যাতায়াত করেন। তবে সামান্য বৃষ্টিতেই সেখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

এ ছাড়া নারায়ণপুর ইউনিয়নের হোসেননগর কুড়ের পাড় থেকে সাংবাদিক আলমগীর পাঠানের বাড়ির ওপর দিয়ে কান্দাপাঁড়া দিয়ে হোসেননগর পাইলট স্কুল পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল।

জানতে চাইলে আমলাব ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুল হাসান ভূইয়া বরেন, ‘আমলাব বাজারের প্রবেশের প্রধান রাস্তাটির অবস্থা আসলেই অত্যন্ত খারাপ। রাস্তাটি নিয়ে খুব শিগগিরই স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলব। এটিকে দ্রুত সংস্কারের ব্যবস্থা করব।

বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা বলেন, ‘এই রাস্তাগুলো খুব শিগগিরই সংস্কার করা হবে।’

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শামসুল হক ভূইয়া বলেন, ‘নারায়ণপুর বাজারের ৪০ ফিটের সড়কটির আমাদের কার্য তালিকায় আছে। এটা সংস্কার করা হবে। তবে আমলাব বাজারের রাস্তাটি যেহেতু কাঁচা তাই কাঁচা রাস্তার বরাদ্ধ আমাদের এখানে নেই।’

এ বিষয়ে জানতে চাইলে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন বলেন, ‘সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে একটি দরখাস্ত দিলে আমি বিষয়টি দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত