Ajker Patrika

রেজাল্ট খারাপ হলেও স্কলারশিপ পাওয়া সম্ভব

রাকিবুল হাসান রবিন
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২: ০০
রেজাল্ট খারাপ হলেও স্কলারশিপ পাওয়া সম্ভব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্বধর্ম ও সংস্কৃতি’ বিভাগ থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন নারায়ণগঞ্জের মেয়ে সানজিদা মুক্তা। পরে চীন সরকারের বৃত্তি (টাইপ-এ) নিয়ে বিখ্যাত ফুদান ইউনিভার্সিটি থেকে ‘চাইনিজ ফিলোসফি’ বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি হাঙ্গেরির এতভস্ত লর‌্যান্ড ইউনিভার্সিটিতে ‘মডার্ন ফিলোসফি’ বিষয়ে পিএইচডি করছেন।

বৃত্তি ও আবেদনের প্রক্রিয়া

‘চীনের সরকারি স্কলারশিপ’, যা কিনা সিএসসি স্কলার নামেও পরিচিত। চীন সরকারের বৃত্তি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন একটি বৃত্তি প্রোগ্রাম। এই বৃত্তির আওতায় দেশটির আড়াই শতাধিক বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করা যায়। এই স্কলারশিপের দুটি ধরন—একটি হচ্ছে টাইপ ‘এ’ স্কলারশিপ, অন্যটি টাইপ ‘বি’ স্কলারশিপ। টাইপ ‘এ’ স্কলারশিপের জন্য মূলত বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং মন্ত্রণালয়ের পোর্টালে ও সিএসসি স্কলারশিপ পোর্টালে দুটি আলাদা আবেদন করতে হয়। এরপর প্রয়োজনীয় সব ডকুমেন্টের ফটোকপি মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর মন্ত্রণালয় থেকে একটি ইন্টারভিউর ব্যবস্থা করা হয় এবং ইন্টারভিউর পর চূড়ান্ত বাছাই করে রেজাল্ট প্রকাশ করা হয়। আর টাইপ ‘বি’ স্কলারশিপের জন্য সরাসরি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং সিএসসির পোর্টালে আবেদন করতে হবে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি বৃত্তির আবেদনের শেষ সময়সীমা।

প্রস্তুতি কথা

এই স্কলারশিপের প্রস্তুতি হিসেবে আমি প্রথমেই চাইনিজ ভাষা শেখা শুরু করেছিলাম। যদিও মাস্টার্স ও পিএইচডিতে ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ রয়েছে, কিন্তু চাইনিজ ভাষা শেখা থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। আমার মাস্টার্স প্রোগ্রামটি ইংলিশ মিডিয়াম হওয়ায় আমাকে আয়েল্টস পরীক্ষা দিতে হয়েছে।

বৃত্তি পাওয়ার জন্য জরুরি

স্কলারশিপ শুধু একটি যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় না। একসঙ্গে অনেকগুলো যোগ্যতার সমন্বয় আবেদনে প্রকাশ করতে হবে। চাইনিজ স্কলারশিপ পাওয়ার জন্য টাইপ ‘বি’তে সরাসরি ইউনিভার্সিটিতে আবেদন করতে হয়। সে ক্ষেত্রে আগে থেকে প্রফেসরদের ই-মেইল করে এক্সেপ্ট্যান্স লেটার পাওয়ার চেষ্টা করতে হবে। প্রফেসরের কাছ থেকে এক্সেপ্ট্যান্স লেটার থাকলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। অনেক সময় ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউতে নিজেকে খুব সাবলীল ও আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে হবে।

রেজাল্ট খারাপ হলেও স্কলারশিপ পাওয়া সম্ভব

যেহেতু স্কলারশিপ শুধু রেজাল্টের ভিত্তিতে প্রদান করা হয় না, তাই রেজাল্ট খারাপ হলেও স্কলারশিপ পাওয়া সম্ভব। আর চীনে সরকারি স্কলারশিপ ছাড়াও অনেক ধরনের প্রভিন্সিয়াল স্কলারশিপ দেওয়া হয়, যেগুলোতে সিজিপিএ কম হলেও আবেদন করা যায় এবং এই স্কলারশিপগুলো পাওয়াও সহজ।

আমার পরিকল্পনা

আমি চীনের ফুদান ইউনিভার্সিটিতে চায়নিজ ফিলোসোফিতে মাস্টার্স সম্পন্ন করেছি এবং ইতিমধ্যে আমি ইউরোপে ফুল স্কলারশিপ নিয়ে পিএইচডি শুরু করেছি। আমার পিএইচডিতে স্কলারশিপ পাওয়ার পেছনে চায়নার এই ডিগ্রি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কারণ ফুদান ইউনিভার্সিটি চায়নার একটি টপ ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে অবস্থান ৩৪তম। তাই এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছে, যা ধীরে ধীরে আমার একাডেমিক জীবনকে বিকশিত করতে সাহায্য করছে। পড়াশোনার পাশাপাশি আমি কবিতা লিখি, দর্শনীয় স্থানে ভ্রমণ করি, সিনেমা দেখি, ভিডিও বানানো প্রভৃতি পছন্দ করি।

যাঁরা বিদেশে পড়তে চান

যাঁরা বিদেশে পড়তে চান, তাঁদের মধ্যে একটি ভুল ধারণা হচ্ছে চীনে পড়াশোনার মান ভালো নয়। অথচ আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেটা বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় এবং চীনের ছাত্রছাত্রীদের এই ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হয়। যাঁরা বিদেশে পড়তে চান, তাঁদের স্কলারশিপ বিষয়ে সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করতে আমি ‘Tales of Sunjida’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছি এবং সেখানে নিয়মিত স্কলারশিপের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। তা ছাড়া আমি আমার ‘Tales of Sunjida’ নামক ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে স্কলারশিপ বিষয়ে নিয়মিত ফ্রি কনসালটেন্সি দিয়ে থাকি।

অনুলিখন: রাকিবুল হাসান রবিন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত