Ajker Patrika

কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে পলিথিন শেডের বীজতলা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৪
কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে পলিথিন শেডের বীজতলা

পাবনার চাটমোহর উপজেলায় ধা‌নের বীজতলা শীত ও ঘন কুয়াশা থেকে রক্ষায় এলাকায় জনপ্রিয় হচ্ছে পলিথিন শে‌ডের ব্যবহার। এ পদ্ধতিতে বীজতলা একদিকে যেমন চারা পচনের হাত থেকে রক্ষা পাচ্ছে, অন্যদিকে সময় কম লাগায় দ্রুত আসছে ফসল। ফ‌লে কৃষকপর্যায়ে বৃদ্ধি পাচ্ছে পলিথিন শে‌ডে বীজ তৈরির আধুনিক এ পদ্ধতি।

এ বিষয় চাটমোহর উপজেলার উপসহকারী কৃ‌ষি কর্মকর্তারা মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের মধ্যে পরামর্শ দি‌চ্ছেন। এই পদ্ধতিতে বীজতলা করতে কৃষক‌দের উদ্বুদ্ধ ক‌রে যা‌চ্ছেন তাঁরা।

উপসহকারী কৃ‌ষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, গত বছর বো‌রো মৌসু‌মে চাট‌মোহ‌রের মথুরাপুর গ্রা‌মের ৭৫ জন কৃষ‌ক ১৫০ বিঘা জ‌মি‌তে সরকা‌রি ব্যবস্থাপনায় সমলয়ে এ বো‌রো ধান উৎপাদন কার্যক্রম নেওয়া হয়। সেখা‌নে ট্রেতে পলিথিন শে‌ড ব্যবহার ক‌রে বীজতলা তৈরি করা হয়। এতে ভা‌লো মা‌নের চারা উৎপাদন হওয়ায় কৃষকেরা এ বছরও পদ্ধতিটি ধ‌রে রে‌খে‌ছেন।

উপজেলার মথুরাপুরের কৃষক মামুনুর রহমান ব‌লেন, পলিথিন শে‌ডে ঢে‌কে বীজতলা তৈরি করায় চারা রোগ ও পচন থেকে রক্ষা পাচ্ছে। দ্রুত বৃদ্ধি পাচ্ছে এসব চারা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, কৃষকেরা এ পদ্ধ‌তির সুফল পে‌য়ে‌ছেন ব‌লেই এটি ব্যাপক সাড়া ফে‌লে‌ছে। কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডাতে চারা সতেজ রাখে, রোগবালাই কম হয় ও দ্রুত বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চারা রোপণ দ্রুত করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত