Ajker Patrika

এবার এভারেস্ট জয় আকি রহমানের

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৩: ০৬
এবার এভারেস্ট জয় আকি রহমানের

হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান। গতকাল শুক্রবার নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। মাউন্ট এভারেস্টের শেরপারা (গাইড) আকি রহমানের ছোট ভাই জিয়াউর রহমানকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ এপ্রিল আকি রহমান মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষে যুক্তরাজ্য থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন। পরে ১৪ এপ্রিল তিনি এভারেস্টের ক্যাম্পে যোগ দেন। সেখানে তাঁর গাইডদের নির্দেশনা অনুযায়ী মিশন শুরু করেন এবং শুক্রবার হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।

আখলাকুর রহমান আকি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে পর্বতারোহী আকি রহমান নামেই পরিচিত।

পরিবার সূত্রে জানা গেছে, আকি রহমান এক এক করে ছোট বড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করেন। অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিতায় ২০২০ সালে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন। এরপর একে একে আরও বেশ কয়েকটি পর্বত জয় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত