Ajker Patrika

ওয়েব ফিল্মে ফারিণ, সঙ্গে পান্থ কানাই

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯: ৪৩
ওয়েব ফিল্মে ফারিণ, সঙ্গে পান্থ কানাই

যুক্তরাষ্ট্র ও লন্ডন ভ্রমণ শেষে কাজে ফিরেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এরই মাঝে খবর এসেছে, আগামী ২ ডিসেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’। অতনু ঘোষ পরিচালিত সিনেমাটিতে ফারিণ অভিনয় করেছেন ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে।  রোববার রাতে জানা গেল, ঢাকাই সিনেমায় কাজ শুরু করেছেন ফারিণ। নাম ‘দাহকাল’ বিষয়টি নিশ্চিত করতে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘দাহকাল মূলত একটি ওয়েব ফিল্ম। সিনেমা হলে প্রদর্শনের জন্য নির্মিত হচ্ছে না। ফেস্টিভ্যালের উদ্দেশ্যে নির্মাণ করা হচ্ছে। পরবর্তী সময়ে ওটিটিতে রিলিজ দেওয়া হবে। আমার সঙ্গে এভাবেই চুক্তি করা হয়েছে।’

পাঁচ বছর আগে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবেই নির্মাণের কথা ছিল ‘দাহকাল’। এমনটা জানিয়েছেন ফারিণ। এ বিষয়ে তিনি বলেন, ‘পাঁচ বছর আগে ‘দাহকাল’-এর কিছু অংশের শুটিং হয়েছিল। এই সিনেমা দিয়ে আমার অভিনয় ক্যারিয়ার শুরু হওয়ার কথা ছিল। নানা কারণে তখন আর কাজটি কমপ্লিট করা সম্ভব হয়নি। এখন আবার শুরু হয়েছে কাজটি। তবে গল্পটা আমূল বদলে গেছে। নতুন গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি।’

তাসনিয়া ফারিণ ‘দাহকাল’-এ একটি বিজ্ঞাপন এজেন্সির মডেলের চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। সেই এজেন্সির মালিকের চরিত্রে থাকছেন মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পী পান্থ কানাই। সংগীতে তিন দশকের বেশি সময় পার করা পান্থ কানাই এবারই প্রথম অভিনয় করছেন।

শুটিংয়ে ফারিণ ও পান্থ কানাই অভিনয় প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘আমি তো অভিনেতা না। তা-ও করছি। কাজটা বেশ কঠিন। তবে ভালোই পারছি। প্রথমে একটু-আধটু ভুল হচ্ছিল। তবে পরিচালকের সহায়তায় সেটা কাটিয়ে উঠেছি।’ এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে পান্থর।  

‘দাহকাল’-এ ফারিণের বিপরীতে আছেন ‘স্বপ্নজাল’ ও ‘পরাণ’খ্যাত ইয়াশ রোহান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত