Ajker Patrika

অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ডুমুরিয়ার ওসি

ডুমুরিয়া প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬: ২২
অসুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন ডুমুরিয়ার ওসি

খুলনার ডুমুরিয়ায় নাম ঠিকানা না জানা অসুস্থ এক হিন্দু বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ওবাইদুর রহমান। গত মঙ্গলবার তিনি ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তাঁর চিকিৎসার খরচ তিনি বহন করবেন বলে জানান।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার ডুমুরিয়া উপজেলার মহিলা কলেজের পার্শ্ববর্তী পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে দেখা মেলে ওই বৃদ্ধার। বয়সের ভারে শরীরটা নুয়ে গেছে আর মাথায় গভীর ক্ষত। সেখানে চিকিৎসার অভাবে জন্মেছে পোকা। যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা খবর দেন ডা. রিয়াজুল ইসলামকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান রিয়াজুল ইসলাম। তিনি ওই বৃদ্ধাকে প্রাথমিক চিকিৎসা দেন।

বৃদ্ধার নাম পরিচয় জানতে তাঁকে প্রশ্ন করা হলেও উত্তর না মেলায় খবর দেওয়া হয় ডুমুরিয়া থানার ওসিকে। পরবর্তীতে তিনি অসহায় বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তাঁর চিকিৎসার দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত