মো. জাহিদুল ইসলাম, মনোহরদী
নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারের জন্য সড়কের সংস্কারকাজ করতে গিয়ে উল্টো সেটি তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নে চলতি অর্থবছরের কাবিখা প্রকল্পের আওতায় কোচেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কের মাথা থেকে খালাসি বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ৯ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির সভাপতির দায়িত্বে আছেন দৌলতপুর ইউপি সদস্য মিয়া হোসেন মোল্লা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের সংস্কারকাজে মাটির পরিবর্তে বালুর ব্যবহারের কারণে সড়কটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের আগে স্থানীয় বাসিন্দারা যানবাহন নিয়ে চলাচল করতে পারলেও বর্তমানে সড়কে থাকা বালুতে রিকশা-মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকে যাচ্ছে। তাঁদের দাবি, দায়সারা কাজ করে বরাদ্দের টাকা এদিক-সেদিক করতেই প্রকল্পের এমন সংস্কারকাজে এমনটা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পাশের ব্রহ্মপুত্র নদ থেকে ভিটি বালু এনে ওই সড়কে ফেলা হয়েছে। এতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোনো প্রকার যানবাহন নিয়ে ওই সড়কে চলাচল করা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, বালু ফেলার আগেই অনেক ভালো ছিল। বালি ফেলার পর কোনো যানবাহন দিয়ে এ সড়কে চলা কঠিন হয়ে পড়েছে।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউপি সদস্য মিয়া হোসেন মোল্লা বলেন, ‘সড়কের কাজ এখনো শেষ হয়নি। ওপরে মাটি ফেললে ঠিক হয়ে যাবে।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মাহমুদ খান বাহালুল বলেন, ‘সড়কের পাশের জমি থেকে মাটি কেটে সড়কে দেওয়া হয়েছে। এসব জমিতে বালু থাকায় এমনটা হয়েছে।’
এ বিষয়ে জানতে মনোহরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজির মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারের জন্য সড়কের সংস্কারকাজ করতে গিয়ে উল্টো সেটি তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নে চলতি অর্থবছরের কাবিখা প্রকল্পের আওতায় কোচেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কের মাথা থেকে খালাসি বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ৯ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির সভাপতির দায়িত্বে আছেন দৌলতপুর ইউপি সদস্য মিয়া হোসেন মোল্লা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের সংস্কারকাজে মাটির পরিবর্তে বালুর ব্যবহারের কারণে সড়কটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের আগে স্থানীয় বাসিন্দারা যানবাহন নিয়ে চলাচল করতে পারলেও বর্তমানে সড়কে থাকা বালুতে রিকশা-মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকে যাচ্ছে। তাঁদের দাবি, দায়সারা কাজ করে বরাদ্দের টাকা এদিক-সেদিক করতেই প্রকল্পের এমন সংস্কারকাজে এমনটা করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, পাশের ব্রহ্মপুত্র নদ থেকে ভিটি বালু এনে ওই সড়কে ফেলা হয়েছে। এতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোনো প্রকার যানবাহন নিয়ে ওই সড়কে চলাচল করা যাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, বালু ফেলার আগেই অনেক ভালো ছিল। বালি ফেলার পর কোনো যানবাহন দিয়ে এ সড়কে চলা কঠিন হয়ে পড়েছে।
তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউপি সদস্য মিয়া হোসেন মোল্লা বলেন, ‘সড়কের কাজ এখনো শেষ হয়নি। ওপরে মাটি ফেললে ঠিক হয়ে যাবে।’
এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মাহমুদ খান বাহালুল বলেন, ‘সড়কের পাশের জমি থেকে মাটি কেটে সড়কে দেওয়া হয়েছে। এসব জমিতে বালু থাকায় এমনটা হয়েছে।’
এ বিষয়ে জানতে মনোহরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজির মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে