আজকের পত্রিকা ডেস্ক
দিন যত গড়াচ্ছে, লেবাননে হামলা জোরদার করছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। বৈরুতে হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে। বাস্তুচ্যুত হয়ে দেশ ছাড়ছে অনেকে।
এদিকে লেবাননের পাশাপাশি ফিলিস্তিনের গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। দিন দিন সেখানে নিহতের সংখ্যাও বাড়ছে।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। প্রায় এক বছর ধরে পাল্টাপাল্টি এই হামলা চলছে। তবে সম্প্রতি হিজবুল্লাহর ব্যবহৃত পেজার, ওয়াকিটকিসহ যোগাযোগের বিভিন্ন যন্ত্র বিস্ফোরিত হয়। হিজবুল্লাহ এ জন্য ইসরায়েলকে দায়ী করে দেশটিতে হামলা চালায়। এর জবাবে কয়েক দিন টানা বিমান হামলা চালানোর পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এই অভিযান শুরুর পর গত বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল গত বছরের ৮ অক্টোবর থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে। এই হামলায় ১ হাজার ৯৭৪ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, যারা নিহত হয়েছে, তাদের মধ্যে ১২৭টি শিশু রয়েছে। এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল হিজবুল্লাহ নির্মূলে যে অভিযান শুরু করেছে, তাতেই মারা গেছে ১ হাজার ১০০ জনের বেশি।
এদিকে হামলা থেকে রক্ষা পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরাও। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল বিমান হামলা শুরুর পর এ পর্যন্ত ৪০ জন স্বাস্থ্যকর্মী ও জরুরি সেবাকর্মী নিহত হয়েছেন। হামলায় বেশ কিছু হাসপাতাল, ক্লিনিকসহ স্বাস্থ্যসেবা কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে হামলায় হতাহতের ঘটনা তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন ২৮ জন।
এদিকে গত বুধবার দিবাগত রাত থেকে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। এতে হতাহতের ঘটনাও বেড়েছে। রাতভর বিমান হামলায় শুধু বৈরুতের মধ্যাঞ্চলে মারা গেছে ৯ জন। সেখানকার পরিস্থিতি তুলে ধরে বিবিসির সাংবাদিক জানিয়েছেন, নিরাপত্তা বলে সেখান আর কিছু অবশিষ্ট নেই।
এই নিরাপত্তাহীনতার কারণে লেবানন ছেড়ে পালাচ্ছে নাগরিকেরা। লেবাননের পরিবেশমন্ত্রী নাসের ইয়াসিন জানিয়েছেন, ১২ লাখ মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে। মানুষ আশ্রয় দেওয়ার জন্য ৮৭০টি আশ্রয়কেন্দ্র খুলেছেন তাঁরা। তবে এসব আশ্রয়কেন্দ্র আর জায়গা দেওয়া যাচ্ছে না।
তবে বাস্তুচ্যুত হওয়ার ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনারের তথ্যে। তাঁর কার্যালয় গতকাল জানিয়েছে, নিরাপত্তাহীনতায় ভোগা লেবাননে বসবাসরতরা সিরিয়ায় চলে যাচ্ছে। ইতিমধ্যে ১ লাখ ৬০ হাজার মানুষ দেশ ছেড়ে আরেক গৃহযুদ্ধের দেশ সিরিয়ায় পাড়ি জমিয়েছে।
সিএনএন বলছে, গত দুই দিনের মধ্যে সিরিয়ায় পাড়ি দেওয়ার মানুষের সংখ্যা বেড়েছে। কারণ, গত সোমবার জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনারের পক্ষ থেকে বলা হয়েছিল, এক লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে। দুই দিনের মধ্যে সেই সংখ্যা ৬০ হাজার বেড়েছে।
সিএনএন বলছে, যারা সীমান্ত পাড়ি দিয়ে এখন সিরিয়ায় যাচ্ছে, তারা একসময় লেবাননে পালিয়ে এসেছিল। গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকেই লেবাননে এসেছিল তারা। এখন তাদের আবার ফিরে যেতে হচ্ছে।
লেবাননের পাশাপাশি গাজাতেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৯৯ জন মারা গেছে। এর আগের দিন মারা গিয়েছিল ৯১ জন। এ নিয়ে ৪১ হাজার ৭৮৮ জন ফিলিস্তিনি নিহত হলো। সিএনএন বলছে, ইসরায়েল গাজায় স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রেখেছে। এতে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপ পড়ছে। তবে শিগগির তাদের উদ্ধার করা যাচ্ছে না। এদিক সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬৯ জন আহত হয়েছে ইসরায়েলের হামলায়। এ নিয়ে ৯৬ গাজার ৭৯৪ জন আহত হলো।
দিন যত গড়াচ্ছে, লেবাননে হামলা জোরদার করছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। বৈরুতে হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে। বাস্তুচ্যুত হয়ে দেশ ছাড়ছে অনেকে।
এদিকে লেবাননের পাশাপাশি ফিলিস্তিনের গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। দিন দিন সেখানে নিহতের সংখ্যাও বাড়ছে।
গাজা যুদ্ধ শুরুর পর থেকে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। প্রায় এক বছর ধরে পাল্টাপাল্টি এই হামলা চলছে। তবে সম্প্রতি হিজবুল্লাহর ব্যবহৃত পেজার, ওয়াকিটকিসহ যোগাযোগের বিভিন্ন যন্ত্র বিস্ফোরিত হয়। হিজবুল্লাহ এ জন্য ইসরায়েলকে দায়ী করে দেশটিতে হামলা চালায়। এর জবাবে কয়েক দিন টানা বিমান হামলা চালানোর পর গত মঙ্গলবার লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এই অভিযান শুরুর পর গত বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল গত বছরের ৮ অক্টোবর থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে। এই হামলায় ১ হাজার ৯৭৪ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, যারা নিহত হয়েছে, তাদের মধ্যে ১২৭টি শিশু রয়েছে। এ ছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল হিজবুল্লাহ নির্মূলে যে অভিযান শুরু করেছে, তাতেই মারা গেছে ১ হাজার ১০০ জনের বেশি।
এদিকে হামলা থেকে রক্ষা পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরাও। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল বিমান হামলা শুরুর পর এ পর্যন্ত ৪০ জন স্বাস্থ্যকর্মী ও জরুরি সেবাকর্মী নিহত হয়েছেন। হামলায় বেশ কিছু হাসপাতাল, ক্লিনিকসহ স্বাস্থ্যসেবা কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে হামলায় হতাহতের ঘটনা তুলে ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন ২৮ জন।
এদিকে গত বুধবার দিবাগত রাত থেকে হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল। এতে হতাহতের ঘটনাও বেড়েছে। রাতভর বিমান হামলায় শুধু বৈরুতের মধ্যাঞ্চলে মারা গেছে ৯ জন। সেখানকার পরিস্থিতি তুলে ধরে বিবিসির সাংবাদিক জানিয়েছেন, নিরাপত্তা বলে সেখান আর কিছু অবশিষ্ট নেই।
এই নিরাপত্তাহীনতার কারণে লেবানন ছেড়ে পালাচ্ছে নাগরিকেরা। লেবাননের পরিবেশমন্ত্রী নাসের ইয়াসিন জানিয়েছেন, ১২ লাখ মানুষ ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে। মানুষ আশ্রয় দেওয়ার জন্য ৮৭০টি আশ্রয়কেন্দ্র খুলেছেন তাঁরা। তবে এসব আশ্রয়কেন্দ্র আর জায়গা দেওয়া যাচ্ছে না।
তবে বাস্তুচ্যুত হওয়ার ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনারের তথ্যে। তাঁর কার্যালয় গতকাল জানিয়েছে, নিরাপত্তাহীনতায় ভোগা লেবাননে বসবাসরতরা সিরিয়ায় চলে যাচ্ছে। ইতিমধ্যে ১ লাখ ৬০ হাজার মানুষ দেশ ছেড়ে আরেক গৃহযুদ্ধের দেশ সিরিয়ায় পাড়ি জমিয়েছে।
সিএনএন বলছে, গত দুই দিনের মধ্যে সিরিয়ায় পাড়ি দেওয়ার মানুষের সংখ্যা বেড়েছে। কারণ, গত সোমবার জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনারের পক্ষ থেকে বলা হয়েছিল, এক লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে। দুই দিনের মধ্যে সেই সংখ্যা ৬০ হাজার বেড়েছে।
সিএনএন বলছে, যারা সীমান্ত পাড়ি দিয়ে এখন সিরিয়ায় যাচ্ছে, তারা একসময় লেবাননে পালিয়ে এসেছিল। গৃহযুদ্ধের কারণে সিরিয়া থেকেই লেবাননে এসেছিল তারা। এখন তাদের আবার ফিরে যেতে হচ্ছে।
লেবাননের পাশাপাশি গাজাতেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৯৯ জন মারা গেছে। এর আগের দিন মারা গিয়েছিল ৯১ জন। এ নিয়ে ৪১ হাজার ৭৮৮ জন ফিলিস্তিনি নিহত হলো। সিএনএন বলছে, ইসরায়েল গাজায় স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলাও অব্যাহত রেখেছে। এতে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপ পড়ছে। তবে শিগগির তাদের উদ্ধার করা যাচ্ছে না। এদিক সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬৯ জন আহত হয়েছে ইসরায়েলের হামলায়। এ নিয়ে ৯৬ গাজার ৭৯৪ জন আহত হলো।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে