Ajker Patrika

সিলেটে পুলিশের এক পরিদর্শক প্রত্যাহার

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১১: ২১
সিলেটে পুলিশের এক পরিদর্শক প্রত্যাহার

সিলেটে আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে শাস্তির মুখে পড়েছেন মহানগর আদালতের এক পুলিশ পরিদর্শক। গতকাল বৃহস্পতিবার মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ তাঁকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।

অভিযুক্ত প্রদীপ কুমার দাস মহানগর পুলিশের আদালত পরিদর্শকের দায়িত্বে ছিলেন। প্রদীপকে নিজ কক্ষে এক নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্লাহ তাহের। এ ছাড়া প্রদীপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতে কোর্ট বিল্ডিংয়ে নিজ কক্ষে ডেকে আনেন প্রদীপ কুমার দাস। রাত ৯টার দিকে আদালত পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢুকে আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত