Ajker Patrika

বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৯: ২৪
বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ভ্যানচালকের

সিরাজগঞ্জের কাজীপুরে বিদ্যুৎ কার্যালয়ের লাইনম্যানের ভুলে বিদ্যুতায়িত হয়ে নজরুল ইসলাম (৪৭) নামের এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ৯টার দিকে নাটুয়ারপাড়াতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবের গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৯টায় নাটুয়ারপাড়াতে বিদ্যুতের একটি ট্রান্সফরমারের ফেইজ মেরামত করতে যান জামালপুরের সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হাসান আলী। সেখানে মেরামতকাজ দেখার জন্য আশপাশের ১০-১২ জন লোক দাঁড়িয়েছিলেন। হাসান আলী মাটি থেকেই হকিস্টিক দিয়ে ফেইজ তুলে দিচ্ছিলেন। একপর্যায়ে হকিস্টিক থেকে লাইনটি পড়ে যায়। এতে করে খুঁটিকে মাটির সঙ্গে টানা দেওয়া তারের সঙ্গে বিদ্যুৎ সংযোজিত হয়। টানা তার ধরে থাকা অবস্থায় নজরুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সরিষাবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শিফাজ উদ্দিন বলেন, ‘লাইনম্যান লোকজনকে বারবার নিরাপদ দূরত্বে সরে যেতে বললেও তাঁরা যাননি। অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। আমাদের তরফ থেকে একটি তদন্ত কমিটি গঠিত হবে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত