টিকা নিলেন ৮০ হাজার মানুষ

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯: ২৪
Thumbnail image

সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমে টিকা নিয়েছেন প্রায় এক লাখ টিকা প্রত্যাশী। গতকাল মঙ্গলবার সিলেট নগরীতে ৮২টি ও জেলা পর্যায়ে আরও ৩০৩টি বুথে গণটিকা দেওয়া হয়। এ কার্যক্রমে সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হয়। আজ বুধবারও সিলেটে গণটিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরেজমিন নগরীর কয়েকটি টিকাকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ টিকা নিচ্ছেন। চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী ও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়।

টিকা নিতে আসা নগীরর বাগবাড়ি এলাকার রিকশাচালক করিম মিয়া বলেন, ‘করোনা যে একটি রোগ সেটাই আমার বিশ্বাস ছিল না। তার ওপর শুনেছি টিকা নিলে মানুষ মারা যায়। কিন্তু মানুষজন দেখি এই রোগ থেকে বাঁচার জন্য টিকা নিচ্ছে। তাই আমিও টিকা নিয়েছে। ভাবলাম করোনা টিকা নিলে মানুষ মারা গেলে এত মানুষ টিকা নিত না।’

টিকা নিতে আসা আরেক নারী নিসপা বেগম বলেন, ‘আমি যে বাসায় কাজ করি সে বাসার মালিক আমাকে টিকা দিতে নিয়ে এসেছেন। এখানে অনেক ভিড়। টিকা নিতে মানুষের আগ্রহও অনেক বেশি।’

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, মহানগরীতে প্রথম দিন প্রায় ২৫ হাজার মানুষ টিকা নিয়েছেন। মানুষের চাহিদার ভিত্তিতে আজ বুধবারও এই গণটিকা কার্যক্রম চলবে।

সিলেটের সিভিল সার্জন চিকিৎসক প্রেমানন্দ মণ্ডল বলেন, জেলার ১৩ উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭০ হাজার। প্রথম দিন ৮০ হাজারের মতো মানুষ টিকা নিয়েছেন। বুধবারও টিকা দেওয়া হবে। দুই দিনব্যাপী এ কার্যক্রমে শুধু নিবন্ধিত ব্যক্তিরাই টিকা নিতে পারবেন।

সিলেটে মহানগরীতে টিকার রেজিস্ট্রেশন করে এসএমএসের অপেক্ষায় ছিলেন প্রায় ৬০ হাজার মানুষ। আর জেলায় এর পরিমাণ দুই লাখেরও বেশি। যারা নিবন্ধন করে অপেক্ষায় ছিলেন শুধু তাঁদের টিকা দেওয়া হচ্ছে। ফলে টিকাপ্রত্যাশী মানুষের অপেক্ষার অবসান হবে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত