সিলেট প্রতিনিধি
সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমে টিকা নিয়েছেন প্রায় এক লাখ টিকা প্রত্যাশী। গতকাল মঙ্গলবার সিলেট নগরীতে ৮২টি ও জেলা পর্যায়ে আরও ৩০৩টি বুথে গণটিকা দেওয়া হয়। এ কার্যক্রমে সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হয়। আজ বুধবারও সিলেটে গণটিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিন নগরীর কয়েকটি টিকাকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ টিকা নিচ্ছেন। চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী ও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়।
টিকা নিতে আসা নগীরর বাগবাড়ি এলাকার রিকশাচালক করিম মিয়া বলেন, ‘করোনা যে একটি রোগ সেটাই আমার বিশ্বাস ছিল না। তার ওপর শুনেছি টিকা নিলে মানুষ মারা যায়। কিন্তু মানুষজন দেখি এই রোগ থেকে বাঁচার জন্য টিকা নিচ্ছে। তাই আমিও টিকা নিয়েছে। ভাবলাম করোনা টিকা নিলে মানুষ মারা গেলে এত মানুষ টিকা নিত না।’
টিকা নিতে আসা আরেক নারী নিসপা বেগম বলেন, ‘আমি যে বাসায় কাজ করি সে বাসার মালিক আমাকে টিকা দিতে নিয়ে এসেছেন। এখানে অনেক ভিড়। টিকা নিতে মানুষের আগ্রহও অনেক বেশি।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, মহানগরীতে প্রথম দিন প্রায় ২৫ হাজার মানুষ টিকা নিয়েছেন। মানুষের চাহিদার ভিত্তিতে আজ বুধবারও এই গণটিকা কার্যক্রম চলবে।
সিলেটের সিভিল সার্জন চিকিৎসক প্রেমানন্দ মণ্ডল বলেন, জেলার ১৩ উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭০ হাজার। প্রথম দিন ৮০ হাজারের মতো মানুষ টিকা নিয়েছেন। বুধবারও টিকা দেওয়া হবে। দুই দিনব্যাপী এ কার্যক্রমে শুধু নিবন্ধিত ব্যক্তিরাই টিকা নিতে পারবেন।
সিলেটে মহানগরীতে টিকার রেজিস্ট্রেশন করে এসএমএসের অপেক্ষায় ছিলেন প্রায় ৬০ হাজার মানুষ। আর জেলায় এর পরিমাণ দুই লাখেরও বেশি। যারা নিবন্ধন করে অপেক্ষায় ছিলেন শুধু তাঁদের টিকা দেওয়া হচ্ছে। ফলে টিকাপ্রত্যাশী মানুষের অপেক্ষার অবসান হবে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমে টিকা নিয়েছেন প্রায় এক লাখ টিকা প্রত্যাশী। গতকাল মঙ্গলবার সিলেট নগরীতে ৮২টি ও জেলা পর্যায়ে আরও ৩০৩টি বুথে গণটিকা দেওয়া হয়। এ কার্যক্রমে সবাইকে সিনোফার্মের টিকা দেওয়া হয়। আজ বুধবারও সিলেটে গণটিকা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সরেজমিন নগরীর কয়েকটি টিকাকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ টিকা নিচ্ছেন। চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী ও প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়।
টিকা নিতে আসা নগীরর বাগবাড়ি এলাকার রিকশাচালক করিম মিয়া বলেন, ‘করোনা যে একটি রোগ সেটাই আমার বিশ্বাস ছিল না। তার ওপর শুনেছি টিকা নিলে মানুষ মারা যায়। কিন্তু মানুষজন দেখি এই রোগ থেকে বাঁচার জন্য টিকা নিচ্ছে। তাই আমিও টিকা নিয়েছে। ভাবলাম করোনা টিকা নিলে মানুষ মারা গেলে এত মানুষ টিকা নিত না।’
টিকা নিতে আসা আরেক নারী নিসপা বেগম বলেন, ‘আমি যে বাসায় কাজ করি সে বাসার মালিক আমাকে টিকা দিতে নিয়ে এসেছেন। এখানে অনেক ভিড়। টিকা নিতে মানুষের আগ্রহও অনেক বেশি।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, মহানগরীতে প্রথম দিন প্রায় ২৫ হাজার মানুষ টিকা নিয়েছেন। মানুষের চাহিদার ভিত্তিতে আজ বুধবারও এই গণটিকা কার্যক্রম চলবে।
সিলেটের সিভিল সার্জন চিকিৎসক প্রেমানন্দ মণ্ডল বলেন, জেলার ১৩ উপজেলায় টিকার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭০ হাজার। প্রথম দিন ৮০ হাজারের মতো মানুষ টিকা নিয়েছেন। বুধবারও টিকা দেওয়া হবে। দুই দিনব্যাপী এ কার্যক্রমে শুধু নিবন্ধিত ব্যক্তিরাই টিকা নিতে পারবেন।
সিলেটে মহানগরীতে টিকার রেজিস্ট্রেশন করে এসএমএসের অপেক্ষায় ছিলেন প্রায় ৬০ হাজার মানুষ। আর জেলায় এর পরিমাণ দুই লাখেরও বেশি। যারা নিবন্ধন করে অপেক্ষায় ছিলেন শুধু তাঁদের টিকা দেওয়া হচ্ছে। ফলে টিকাপ্রত্যাশী মানুষের অপেক্ষার অবসান হবে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪