বিকাশ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ০৪: ৪৫
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬: ১৯

কুষ্টিয়া পৌর এলাকার মিলন কুমার নামে এক ব্যবসায়ীর বিকাশ অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত টাকা মিলনের হাতে তুলে দেন কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম। হ্যাক হয়ে যাওয়া টাকা ফিরে পেয়ে পুলিশ সুপার ও জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই ব্যবসায়ী।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গত ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস এলাকার মৃত সরোজ কুমার মৈত্রের ছেলে ব্যবসায়ী মিলন কুমারের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৪০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। এ ব্যাপারে ভুক্তভোগী ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় জিডি করেন। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজে নামে কুষ্টিয়া জেলার পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। টিমের সদস্যরা প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে গত বুধবার খোয়া যাওয়া সেই টাকা উদ্ধার করতে সক্ষম হন। পরে বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে মিলনের হাতে খোয়া যাওয়া টাকা তুলে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, টাকা উদ্ধার করা গেলেও প্রতারকদের ধরা সম্ভব হয়নি। তাদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত